Murshidabad: খড়গ্রামে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের জালে এক
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে ফের বড় ধরনের সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে।
#খড়গ্রামঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে ফের বড় ধরনের সাফল্য পেল পুলিশ। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হল একজনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সরিজুল সেখ, বয়স ৫৬ বছর। ধৃতের কাছ থেকে একটি বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত কে পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হয় বলে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসন সুত্রে জানা গিয়েছে। কি কারণে এই আগ্নেয়াস্ত্র মজুত করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। ধৃতের বিরুদ্ধে ২৫ আই এ ৩৫ আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । মুর্শিদাবাদ জেলাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এই নতুন কিছু নয়। গত ১লা আগষ্ট ভগবানগোলাতে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। ভগবানগোলা জঙ্গিপুর রাজ্য সড়কের সুবর্ণমৃগী বাইপাস এলাকায় অভিযান চালায় ভগবানগোলা থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বৃদ্ধের কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
advertisement
গত ২৬শে জুলাই দৌলতাবাদে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। গত ২২শে জুলাই গভীর রাতে মুর্শিদাবাদ পুলিশ জেলার লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানা এলাকায় অভিযান চালিয়ে এক জন ব্যক্তিকে আটক করে। এবং তার কাছ থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি উদ্ধার করা হয়।তাকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
অন্যদিকে ২২শে জুলাই সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ডোমকল থানার এলাকায় অভিযান চালিয়ে এক জন ব্যক্তিকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ১টি পিস্তল এবং দুটি গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি, গত ১৭ই জুলাই সন্ধ্যায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার অন্তর্গত বাগডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে এক জন ব্যাক্তিকে গ্রেফতার করে।
advertisement
এবং তার হেফাজত থেকে ২টি পাইপগান এবং ২টি গুলি উদ্ধার করা হয়। ওই দিন সন্ধ্যায় ডোমকল থানার পুলিশ, ডোমকল বক্সীপুর পিচ রোডের কাটাকোপড়া কুঠি এলাকায় অভিযান চালিয়ে আরো দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ১টি ৭.৬৫ পিস্তল ও ২টি গুলি উদ্ধার করা হয় এবং তাদেরকে গ্রেফতার করা হয়।
advertisement
KOUSHIK ADHIKARY
view commentsLocation :
First Published :
August 11, 2022 4:42 PM IST