Murshidabad News: ভোট গণনার আগের রাতে মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১

Last Updated:

বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চরকাকমারি এলাকায়।

+
title=

মুর্শিদাবাদ: সাগরদিঘি উপনির্বাচনের ফলাফলে সম্ভবত বড় চমক ঘটতে চলেছে। তৃণমূলের জেতা সিট হাত ছাড়া হতে পারে। কিন্তু সেই চূড়ান্ত ফল ঘোষণার আগেই মুর্শিদাবাদে আশঙ্কার মেঘ। ভোট গণনার আগের রাতে সাগরপাড়া থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়ার শিরোচর ব্রিজ এলাকা থেকে সাজরুল মোল্লা নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি চরকাকমারি এলাকায়।
advertisement
advertisement
কী কারণে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র মজুত করেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য আর কয়েক মাস পরই পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা রাজ্যে। তার আগে গত কয়েক মাস ধরেই একের পর এক বোমা-বন্দুক উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ থেকে। সীমান্তবর্তী সাগরপাড়া থেকে এর আগেও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, পঞ্চায়েত নির্বাচনে ব্যবহারের জন্যই এই সব আগ্নেয়াস্ত্র আগাম মজুত করে রাখা হয়ে থাকতে পারে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভোট গণনার আগের রাতে মুর্শিদাবাদে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ১
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement