Murshidabad News: দেখা নেই আধিকারিকের, সরকার অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার
Last Updated:
অভিযোগ, মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে বিডিও অফিস থাকলেও উপস্থিত থাকেন না উপরতলা থেকে নীচুতলা কোনও সরকারি কর্মী
#মুর্শিদাবাদ: নামেই সরকারি অফিস! দেখা নেই আধিকারিকের, মেলে না পরিষেবা। খাতায় কলমে নাম কান্দি ব্লক অফিস, বাস্তবেও রয়েছে তার অস্তিত্ব।কিন্তু নেই দফতরের আধিকারিক। মেলে না সরকারি পরিষেবা। ফলে দিনের পর দিন জরুরি প্রয়োজনে ব্লক অফিসে আসলেও আধিকারিকরা না আসায় পরিষেবা না পেয়ে ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। এই চিত্র মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের।
আরও পড়ুন Hooghly News : অপরিচিত মহিলার ভিডিও কল তুলে বিপাকে পড়লেন চুঁচুড়ার বিধায়ক
অভিযোগ, মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকে বিডিও অফিস থাকলেও উপস্থিত থাকেন না উপরতলা থেকে নীচুতলা কোনও সরকারি কর্মী। দুপুর দেড়টা বেজে গেলেও দেখা মেলে না কোনও কর্মচারীর। ফলে সরকারি প্রকল্প থেকে প্রতিদিনের প্রয়োজনে অফিসে কাজ করতে এসে নিত্য হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ব্লকের বাসিন্দারা জানিয়েছেন, বর্ষাকালের ত্রিপলই হোক বা কোনও সরকারি পরিষেবা, কোনও কিছুই কান্দি পঞ্চায়েত সমিতির অফিস বা কান্দি ব্লক সমষ্টি উন্নয়ন অফিস থেকে পরিষেবাই পাওয়া যায় না। ব্লক অফিসে প্রায় ৭৫ জন কর্মী থাকলেও কিন্তু কর্মীদের দেখা মেলে না বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন West Midnapore News: গ্রাম পঞ্চায়েতের কাজে দুর্নীতি! অভিযোগে সরব মানিকপাড়ার স্থানীয়রা
যদিও অফিসের মধ্যে নিয়ম মাফিক চলছে ফ্যান, জ্বলছে টিউব লাইট। আছে চেয়ার টেবিলও। কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থপ্রতিম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কার্যত স্বীকার করে নিয়ে জানিয়েছেন, "এই অফিসে কেউ নির্দিষ্ট সময় মেনে ডিউটি করে না এটা সঠিক কথা। আমরা চাইব মহকুমা প্রশাসন ও জেলা প্রশাসন হঠাৎ পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক।" এই ঘটনা সামনে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্রা।
advertisement
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 15, 2022 12:22 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দেখা নেই আধিকারিকের, সরকার অফিসে সাধারণ মানুষ হয়রানির শিকার