Murshidabad News: পঞ্চায়েত ভোটের আগে জেলায় উন্নয়নের হিড়িক
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জোরকদমে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে উদ্বোধন হল স্ট্রিট লাইটের
#মুর্শিদাবাদ: সামনেই পঞ্চায়েত ভোট। সেই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে জেলার বিভিন্ন এলাকায়। যে এলাকা অন্ধকারে ঢেকেছিল সেখানে আলো ফিরছে। পথঘাট ঝাঁ চকচকে হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে যাতে প্রশ্নের মুখে পড়তে না হয় তাই শেষ মুহূর্তে এই তৎপরতা শুরু হয়েছে বলে কটাক্ষ বিরোধীদের।
মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে বহরমপুর রমেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু থেকে কান্দি ২৬ বি রেল গেট পর্যন্ত রাস্তার পথ লাইটের উদ্বোধন হল সোমবার বিকেলে। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে এই কাজ হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল ও পূর্ত কমার্ধ্যক্ষ রাজীব হোসেন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। মোট ৭৩ লক্ষ ৯৫ হাজার ৩৯৯ টাকা বরাদ্দ করা হয় এই কাজের জন্য।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস বলেন, "এটা ইলেকট্রিক হাইমাস্ট আলো, এটা সোলার হাইসাস্ট নয়। মানুষে জন্য এই লাইটটি খুবই দরকার ছিল। পুজোর পর পরই এর কাজ শুরু হয়। তবে কিছু কারণে কাজ শেষ হতে দেরি হয়ে যায়।" জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত বিভাগের তত্ত্বাবধানে এই কাজ হয়েছে। বহরমপুর পুরসভার পক্ষ থেকে এই কাজে সাহায্য করা হয়।
advertisement
মানুষের সুবিধার্থে আলোয় রাঙিয়ে দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে এলাকাবাসীর যে উপকার হল তা বলাই বাহুল্য। গোটা ঘটনায় খুশি স্থানীয় বাসিন্দারা।
কৌশিক অধিকারী
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 3:15 PM IST