Coochbehar News: গাঁজা গাছ নষ্ট করা চলবে না! পুলিশকে ঘিরে দাবি গ্রামবাসীদের

Last Updated:

গাঁজা গাছ নষ্ট করার ক্ষেত্রে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। বেছে বেছে কিছু বাড়ির গাঁজা গাছ নষ্ট করলেও বাকিদের কিছু বলা হচ্ছে না, এই অভিযোগে উত্তাল হল কোচবিহারের দিনহাটা

গাঁজা চাষ
গাঁজা চাষ
#কোচবিহার: গাঁজা গাছ নষ্ট করা চলবে না, কারণ তারা কষ্ট করে চাষ করে এই গাছগুলোকে বড় করছে! এমন অদ্ভুত দাবি তুলে পুলিশি অভিযানে বাধা দেওয়ার ঘটনা ঘটল কোচবিহারের দিনহাটায়। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তারা গাঁজা গাছ নষ্ট করার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করছে।
মঙ্গলবার অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে দিনহাটা-২ ব্লকের কিশামত দশগ্রাম পঞ্চায়েত এলাকায় চলছিল পুলিশি অভিযান। এই অভিযানের মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করেন গ্রামবাসীদের একাংশ। কর্তব্যরত পুলিশকর্মীদের কার্যত জনরোষের মুখে পড়তে হয়। এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন গ্রামবাসীরা।
advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী পুলিশের দিকে আঙুল তুলে অভিযোগ করেন, "গোটা এলাকার অধিকাংশ বাড়িতেই গাঁজা গাছ চাষ করা হয়েছে। কিন্তু পুলিশ প্রত্যেক বাড়ির গাঁজা গাছ নষ্ট করছে না। বেছে বেছে দু-একটি বাড়িতেই ক্রমাগত অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করা হচ্ছে।" যদিও গ্রামবাসীদের এই প্রবল বিক্ষোভ সত্ত্বেও পুলিশি অভিযান থামেনি। তারা এদিনও অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা গাছ নষ্ট করে দেয়।
advertisement
advertisement
ঘটনা হল, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কোচবিহারের গ্রামগুলিতে অবৈধ গাঁজা চাষের রমরমা কারবার আছে। প্রশাসনের এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিবছরই গ্রামবাসীরা অতিরিক্ত পয়সা উপার্জনের জন্য গাঁজা গাছ চাষ করে। তেমনই খবর পেলেই পুলিশ দলবল নিয়ে অভিযান চালিয়ে গাঁজা গাছ নষ্ট করে দেয়। এই দুটো ব্যাপারই সেখানকার স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এদিন যেভাবে পুলিশের বিরুদ্ধে গাঁজা গাছ নষ্ট করা নিয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠল তা রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও গ্রামবাসীদের এই অভিযোগ ও বিক্ষোভের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন‌ও মন্তব্য করা হয়নি।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: গাঁজা গাছ নষ্ট করা চলবে না! পুলিশকে ঘিরে দাবি গ্রামবাসীদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement