Murshidabad News: এলাকার দুই যুবতী সমকামী! ‘শিক্ষা’ দিতে হবে ভেবে গোপনাঙ্গে রডের ছ্যাঁকা দিল যুবকরা!

Last Updated:

সমকামিতা সম্পর্কে আবদ্ধ দুই যুবতী। দুই যুবতীর মধ্যে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় একই ঘরে থাকাকালীন সময়ে হঠাৎ প্রবেশ করে এক যুবতীর গোপনাঙ্গে গরম লোহার রড নিয়ে নির্যাতনের অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে।

সাগরদিঘীতে গ্রামে এখনও আতঙ্কিত গ্রামবাসীরা
সাগরদিঘীতে গ্রামে এখনও আতঙ্কিত গ্রামবাসীরা
#মুর্শিদাবাদ: সমকামিতা সম্পর্কে আবদ্ধ দুই যুবতী। দুই যুবতীর মধ্যে গভীর সম্পর্ক নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় একই ঘরে থাকাকালীন সময়ে হঠাৎ প্রবেশ করে এক যুবতীর গোপনাঙ্গে গরম লোহার রড নিয়ে নির্যাতনের অভিযোগ উঠলো তিন যুবকের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টারও অভিযোগ উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সাগরদীঘি থানার আধুয়া বেলাইপাড়া গ্রামে। অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করে সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যুবতীর পরিবারের লোকজন। পুরো ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর সাগরদিঘির বেলাইপাড়ার যুবতী তারই প্রতিবেশী এক বান্ধবীর বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ১১ টা নাগাদ গ্রামের তিন যুবক তাদের ঘরের দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়ে বলে অভিযোগ। কেন দুই যুবতী ঘরে ঘুমিয়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু তারা বান্ধবী বলে পরিচয় দিলেও সমকামিতা সন্দেহ মারধর শুরু হয়।
advertisement
advertisement
শুধু তাই নয়, ওই যুবতীর শরীরের পোশাক খুলে নেওয়ার পাশাপাশি তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ। বাধা দেওয়ায় নগ্ন করে তার নিন্মাঙ্গে গরম লোহার রডের ছ্যাঁকা এবং পেট ও উরুতে একাধিক রডের ছ্যাঁকা দেওয়া হয় বলেও অভিযোগ।
advertisement
সেই সময় তার বান্ধবী বাধা দিলে তাকেও মারধর করা হয়। রাতে বিষয়টি ভয়ে পরিবারের লোকজনকে না জানালেও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি তাকে সাগরদিঘি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা চলার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সোমবার। এদিকে এমন অমানবিক নির্যাতনের ঘটনায় থানায় লিখিত অভিযোগ জানানোর এক সপ্তাহ পরেও অভিযুক্তদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
সাগরদিঘী থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে দশদিনের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত করছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তবে এই নারকীয় ঘটনা বিষয় সামনে আসতেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
advertisement
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: এলাকার দুই যুবতী সমকামী! ‘শিক্ষা’ দিতে হবে ভেবে গোপনাঙ্গে রডের ছ্যাঁকা দিল যুবকরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement