Murshidabad News: নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বিধায়কের কনভয়! 

Last Updated:

Murshidabad News: সোমবার রাতে সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের প্রচার করে বাড়ি ফেরার পথে ৩৪নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল বিধায়ক জাকির হোসেনের কনভয়।

+
নির্বাচনী

নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বিধায়কের কনভয়! 

মুর্শিদাবাদঃ সোমবার রাতে সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের প্রচার করে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর গ্রামে ৩৪নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল বিধায়ক জাকির হোসেনের কনভয়। একটি গাড়ি এসে ধাক্কা মারলে কনভয়ে ক্ষতিগ্রস্ত হয় পরপর তিনটি গাড়ি। আহত হন পাইলট গাড়ি তে থাকা দুজন।
জানা গিয়েছে, সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে গিয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তাঁর কনভয়ে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি এবং জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান ও । সোমবার সন্ধ্যায় নিজের বাড়ি ওরঙ্গাবাদে ফিরছিলেন জাকির হোসেন বলে জানা গিয়েছে। আর তখনই ৩৪নং জাতীয় সড়কের ওপর একটি গাড়ি এসে ধাক্কা মারলে পরপর তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্তের দাবি করেছেন বিধায়ক জাকির হোসেন। অন্যদিকে আহতরা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে ।
advertisement
advertisement
এর আগে ২০২১ সালে নিমতিতা রেল ষ্টেশনে বিস্ফোরণে আহত হন জাকির হোসেন। তারপরে তাঁকে নিরাপত্তা দেয় রাজ্যে সরকার। আর সোমবার সন্ধ্যায় ফের দুর্ঘটনায় কবলে পড়লেও প্রাণে বেঁচে যান জাকির হোসেন। যদিও তাঁর কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বিধায়কের কনভয়! 
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement