মুর্শিদাবাদঃ সোমবার রাতে সাগরদিঘী বিধানসভা উপনির্বাচনের প্রচার করে বাড়ি ফেরার পথে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর গ্রামে ৩৪নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ল বিধায়ক জাকির হোসেনের কনভয়। একটি গাড়ি এসে ধাক্কা মারলে কনভয়ে ক্ষতিগ্রস্ত হয় পরপর তিনটি গাড়ি। আহত হন পাইলট গাড়ি তে থাকা দুজন।জানা গিয়েছে, সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে গিয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তাঁর কনভয়ে ছিলেন ব্লক তৃণমূল সভাপতি এবং জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান ও । সোমবার সন্ধ্যায় নিজের বাড়ি ওরঙ্গাবাদে ফিরছিলেন জাকির হোসেন বলে জানা গিয়েছে। আর তখনই ৩৪নং জাতীয় সড়কের ওপর একটি গাড়ি এসে ধাক্কা মারলে পরপর তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তদন্তের দাবি করেছেন বিধায়ক জাকির হোসেন। অন্যদিকে আহতরা জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Murshdidabad