Murshidabad News: ২০টি গ্রামের ভরসা একটি স্বাস্থ্য কেন্দ্র! তাও বেহাল! ভয়াবহ দশা

Last Updated:

Murshidabad News: আছে ভবন, ছিল একটা সময় স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু এখন আজ আর কিছুই নেই। শুধুই আছে ভবন, নেই কোনও হাসপাতালের পরিকাঠামো।

+
ঝিলেড়া

ঝিলেড়া গ্রামের স্বাস্থ্য কেন্দ্র বেহাল অবস্থায় পড়ে রয়েছে 

মুর্শিদাবাদ:  আছে ভবন, ছিল একটা সময় স্বাস্থ্য কেন্দ্র। ২০টি গ্রামের এক সময়ে নির্ভরযোগ্য স্বাস্থ্য কেন্দ্র ছিল। কিন্তু এখন আজ আর কিছুই নেই। শুধুই আছে ভবন, নেই কোনও হাসপাতালের পরিকাঠামো। ছয় বিঘা জায়গার উপর পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা বড়ঞার ঝিলেড়া গ্ৰামের এই স্বাস্থ্য কেন্দ্রটি এভাবেই বিলীন হয়ে যাচ্ছে। সরকার, প্রশাসন ও বাসিন্দাদের অবহেলায়। স্বাস্থ্য কেন্দ্রে ঢুকতেই দেখা যাবে অস্বাস্থ্যকর পরিবেশ।ময়ূরাক্ষী নদীর তীরবর্তী মুর্শিদাবাদ- বীরভূমের সংযোগস্থল এলাকার মানুষের সুবিধার্থে ১৯৮০ সালে তৎকালীন রাজ্যপাল ত্রিভুবন নারায়ন সিং-এর হাতে উদ্বোধন হয়ে শুরু হয়েছিল মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের ঝিলেড়া গ্রামে রেডক্রস নিয়োজিত এই স্বাস্থ্য কেন্দ্রটি।
প্রথম প্রথম তিনজন চিকিৎসক সহকারি চিকিৎসক নার্স অ্যাম্বুলেন্স সব কিছুই পরিষেবা মিলত এই হাসপাতাল থেকে। পরে সময়ের সঙ্গে সঙ্গে চিকিৎসকের সংখ্যা কমে আসলেও চিকিৎসা ব্যবস্থা চলত অন্যভাবে। কিন্তু বিগত প্রায় সাত বছর ধরে রেডক্রসের কোষাগার খালি হয়ে যাওয়ায়, কার্যত একটু একটু করে বর্তমানে ভগ্নদশায় পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে মুর্শিদাবাদ বীরভূম লাগোয়া ঝিলেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি।
advertisement
আরও পড়ুন: 
advertisement
ফলে ভবন থাকলেও নেই আর স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো। বর্তমানে ওই এলাকার প্রায় কুড়িটি গ্রামের মানুষ যারা এখনও আশাহত। হয়ত, কোনও দিন আবারও খুলবে। যদিও বন্ধই থেকে গেছে স্বাস্থ্য কেন্দ্রের গেট। এখন দেখার বিষয় সরকার ও প্রশাসন কবে করে স্বাস্থ্য কেন্দ্রের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিনা। যদিও মহকুমা রেডক্রস সমিতির সম্পাদক নবকুমার মুখার্জি জানান, মুর্শিদাবাদ জেলাতে রেডক্রসের কোনও কমিটি না থাকার কারণে আমরা রক্ষনা বেক্ষন করে উঠতে পারছি না। সময় সময় গ্রামে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আগামী দিনে যাতে এই স্বাস্থ্য কেন্দ্র টি পুনরায় চালু হয় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ২০টি গ্রামের ভরসা একটি স্বাস্থ্য কেন্দ্র! তাও বেহাল! ভয়াবহ দশা
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement