Murshidabad News: হাইকোর্টের নির্দেশে বিশেষ উদ্যোগ বহরমপুরে! কারণ জানলে আনন্দে মন ভরে উঠবে

Last Updated:

মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে বেআইনি পুকুর ভরাট রুখতে ফের উদ্যোগী হল বহরমপুর পৌরসভা। তবে এবার কলকাতা হাইকোর্টে হওয়া একটি মামলায় পরিপ্রেক্ষিতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন।

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে বেআইনি পুকুর ভরাট রুখতে ফের উদ্যোগী হল বহরমপুর পৌরসভা। তবে এবার কলকাতা হাইকোর্টে হওয়া একটি মামলায় পরিপ্রেক্ষিতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে পৌর প্রশাসন। পুকুর পরিস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে বহরমপুর পৌরসভা।
বহরমপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মোল্লাগেড়ের ধারে ব্যক্তিগত মালিকাধীন একটি পুকুরের চারপাশে আবর্জনা ফেলে ফেলে ভরাট করা হচ্ছিল। সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন বহরমপুরের জনৈক এক পৌর নাগরিক। সেই মামলার শুনানি শেষে বিচারপতি রায় দেন পুকুর সংস্কার করার জন্য। কিন্তু মালিক সে কথায় কর্ণপাত না করায় ফের তা আদালতের শরণে আনা হয় সমগ্র বিষয়টি।
advertisement
advertisement
বহরমপুর পৌরসভার  ঐ পুকুরের মালিককে বারবার বলার পরেও তিনি পুকুর সংস্কারে উদ্যোগী হননি বলেই অভিযোগ ছিল। শেষে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে বহরমপুর পৌরসভা এই পুকুর সংস্কারে এগিয়ে আসে। শুধু তাই নয়, পুকুরটি সংস্কারের পর পুকুরের মালিকানাও পাবে পুরসভা।
advertisement
আদালতের নির্দেশে সেই পুকুর সরেজমিনে দেখতে গিয়েছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক ও আইনজীবীরা। একইভাবে বহরমপুর পুরসভার মধুপুর এলাকার বাবুলবোনা রোডের একটি পুকুর রাতের অন্ধকারে বুজিয়ে ফেলা হয়। সেই পুকুর ভরাট নিয়েও কলকাতা হাইকোর্টে মামলা হয়। পুকুর মালিককে মাটি তুলে পুকুরকে ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে নতুন করে পুকুর ফিরে আসতেই খুশি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: হাইকোর্টের নির্দেশে বিশেষ উদ্যোগ বহরমপুরে! কারণ জানলে আনন্দে মন ভরে উঠবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement