Murshidabad News: মিড ডে মিল খেয়েই অসুস্থ ৫০-জন ছাত্র-ছাত্রী! ভর্তি হাসপাতালে!

Last Updated:

Murshidabad News: মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হলেন একই স্কুলের প্রায় ৫০ জন ছাত্র ও ছাত্রীরা। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে।

মুর্শিদাবাদ: মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হলেন একই স্কুলের প্রায় ৫০ জন ছাত্র ও ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। তাদেরকে নশিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়েছে চিকিৎসার জন্য। সকলের পেটে যন্ত্রণা ও বমি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বলে জানা গিয়েছে ব্লক স্বাস্থ্য দফতর সূত্রে।
ঘটনার জেরে স্কুলের সামনে অভিভাবকরা বিক্ষোভ দেখান এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভগবানগোলা থানার অন্তর্গত আখরিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন স্কুলের ছাত্র ও ছাত্রীরা বুধবার দুপুরে হঠাৎই। এদিন স্কুলে মিড ডে খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎই পেটে যন্ত্রণা ও বমি করতে থাকে পড়ুয়ারা। পরে তড়িঘড়ি তাদেরকে নশিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
advertisement
advertisement
স্কুলের এক অসুস্থ ছাত্রী জানায়, সপ্তম শ্রেণির ছাত্রী আমরা। আজকে দুপুরে হঠাৎই ভাত খাওয়ার পরে পেটে যন্ত্রণা অনুভব করি। পরে শিক্ষকদের কে জানানো হলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।ভগবানগোলার ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, দুপুরে খাওয়ার সমস্যা থেকেই এই ঘটনা ঘটেছে। আমাদের মেডিক্যাল টিম গঠন করে স্কুলে পাঠানো হয়েছে। কিভাবে এই খাদ্য বিষক্রিয়া হল তাও খতিয়ে দেখা হবে বলেই জানান। তবে বর্তমানে ছাত্রীরা সুস্থ আছে চিকিৎসার পরে বলে, জানা গিয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মিড ডে মিল খেয়েই অসুস্থ ৫০-জন ছাত্র-ছাত্রী! ভর্তি হাসপাতালে!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement