Murshidabad News: অপহরণ থেকে মুক্তি পেয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরলেন ঘরে! জানালেন ভয়াবহ অভিজ্ঞতা

Last Updated:

Murshidabad News:অবশেষে অপহৃত ১০জন শ্রমিক ফিরল বাড়ি। স্বস্তিতে পরিবারের লোকেরা। আর বাড়ি ফিরেই জানালো সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। 

+
ফিরলেন

ফিরলেন অপহৃত শ্রমিকরা 

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: অবশেষে অপহৃত ১০ জন শ্রমিক ফিরলেন বাড়িতে। স্বস্তিতে পরিবারের লোকেরা। আর বাড়ি ফিরেই জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। অভিযোগ, গত শুক্রবার চেন্নাই স্টেশন থেকে অপহৃত হন মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুর থানার এলাকার বাসিন্দা ১০জন পরিযায়ী শ্রমিক। আরও অভিযোগ, প্রত্যেকের পরিবারকে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খুনের হুমকি ও অপহৃত শ্রমিকদের মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর নবগ্রাম থানার পুলিশের তৎপরতায় ওই শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসা হয়। বাড়ি ফিরে এসেই নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মোহান্তর সঙ্গে দেখা করেন তারা। পুলিশ প্রশাসন ও সাংবাদমাধ্যমে সহযোগিতায় ঘরের ছেলেরা ঘরে ফিরে আসায় কৃতজ্ঞতা জানান পরিবারের লোকেরা।
জানা গিয়েছে, পেটের তাগিদে তামিলনাড়ুতে গিয়েছিলেন  শ্রমিকরা৷ এর মধ্যে মুর্শিদাবাদের নবগ্রাম ও বহরমপুরের আটজন ছিলেন৷ বীরভূমের রামপুরহাট থেকে গিয়েছিলেন বাকি আটজন৷ গত বুধবার তাঁরা রওনা দেন তামিলনাড়ুর উদ্দেশে৷ সেখানে তাঁদের জন্য যে বিপদ অপেক্ষা করছে, তা ভাবতেও পারেননি কেউই৷ কিন্তু অভিযোগ, তাঁদের পড়তে হয় অপহরণের ফাঁদে৷ বাড়িতে ফোন করে চাওয়া হয় মুক্তিপণ। তামিলনাড়ুতে পৌঁছেও বিপদের আঁচ পাননি তাঁরা৷ অভিযোগ, যুবকরা দেখেন, একটি গাড়ি তাঁদের জন্য অপেক্ষা করছে৷ তাঁরা ভাবেন, যেখানে কাজের জন্য যেতে হবে, সেখান থেকে পাঠানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন : রাত পোহালেই অশোক ষষ্ঠী! কত ক্ষণ থাকবে এই পুণ্যতিথি? সন্তানের মঙ্গলকামনায় ভুলেও দাঁতে কাটবেন না এই খাবার! জানুন
শ্রমিক দীপু জানান, ‘‘কিছুক্ষণের মধ্যেই আমাদের ভুল ভাঙে৷ যুবকরা বুঝতে পারেন, তাদের অপহরণ করা হয়েছে৷ তাদের নিয়ে যাওয়া হয় সালেমে৷ সেখান থেকে শ্রমিকদের পরিজনকে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ চাওয়া হয়৷ অপহরণ ও মুক্তিপণের কথা পুলিশকে জানান পরিবারের সদস্যরা৷’’ নবগ্রাম, বহরমপুর ও রামপুরহাট থানা তামিলনাড়ু পুলিশের সঙ্গে যোগাযোগ করে৷ যে নম্বর থেকে মুক্তিপণ চেয়ে ফোন এসেছিল, তার টাওয়ার লোকেশন দেখায় সেই রাজ্যের সালেমে৷ তামিলনাড়ু পুলিশ অভিযান চালায় অপহরণকারীদের ডেরায়৷ সেখান থেকেই উদ্ধার করা হয় সকল শ্রমিককে। পুরো অপারেশন চালাতে ছয় ঘণ্টা সময় লাগে৷ পাকড়াও করা হয়েছে দুষ্কৃতীদের৷ পরিযায়ী শ্রমিকেরা সিদ্ধান্ত নিয়ে তাঁরা তামিলনাড়ুতে কাজ না করে রাজ্যে ফিরে আসেন৷ তবে বর্তমানে বাড়ি ফিরে আসতে পেরে খুশি সকলেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: অপহরণ থেকে মুক্তি পেয়ে পরিযায়ী শ্রমিকরা ফিরলেন ঘরে! জানালেন ভয়াবহ অভিজ্ঞতা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement