Murshidabad News: তৈরি হয়েছে সেতু, হয়নি রাস্তা! সড়ক তৈরির দাবিতে হাঁটলেন অধীর চৌধুরী

Last Updated:

কান্দির শীতলাতলা থেকে সাটুই পর্যন্ত রাস্তার দাবি জানিয়ে পায়ে হেঁটে ১৯কিলোমিটার পদযাত্রায় শামিল হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

+
পদযাত্রায়

পদযাত্রায় অধীর চৌধুরী 

#মুর্শিদাবাদ: কান্দির শীতলাতলা থেকে সাটুই পর্যন্ত রাস্তার দাবি জানিয়ে পায়ে হেঁটে ১৯কিলোমিটার পদযাত্রায় শামিল হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। কান্দি মাস্টার প্ল্যানের অধীনে সেতু তৈরি করা হলেও রাস্তা তৈরি হয়নি। রাস্তা তৈরির দাবি জানিয়ে বুধবার সকালে কান্দি দোহালিয়া বাইপাস থেকে পদযাত্রা করলেন অধীর চৌধুরী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই পদযাত্রায় শামিল হলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী।
কান্দি মহকুমা মুলত বন্যা প্রবন এলাকা বলে পরিচিত । বন্যা নিয়ন্ত্রণের জন্য তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় মাস্টার প্ল্যান ঘোষনা করেণ। যার জন্য বরাদ্দ করা হয় ৪৩৯কোটি টাকা। যার ৭৫ভাগ কেন্দ্র দিয়েছে, ২৫ভাগ রাজ্য সরকার দিয়েছে রাজ্য সরকার। ৩৬২কোটি টেন্ডার হয় । ২৪৯ কোটি টাকা ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র দিয়েছে, বাকিটা ২০৬কোটি টাকা ৫০ লক্ষ টাকা রাজ্যে সরকার। কান্দি মাষ্টার প্ল্যানের অধীনে কান্দি থেকে সাটুই পর্যন্ত তিনটে নদীর ওপর ব্রীজ নির্মাণ করা হলেও এখনও পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়নি। যদিও গত ১৬ ই অক্টোবর কান্দির শীতলাতলা থেকে শ্রীকৃষ্ণপুর পর্যন্ত রাস্তা মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রাস্তা নির্মাণের জন্য উদ্বোধন করা হয়েছে।
advertisement
advertisement
তা নিয়েও অধীর চৌধুরী অভিযোগ করেন, "আমরা রাস্তার জন্য আন্দোলন করতে নামার আগেই রাস্তা তৈরির জন্য উদ্বোধন করা হয়েছে, যার কোথায় কবে টেন্ডার হল আমরা জানি না। তবে আমরা রাজনীতি চাইনা, আমরা রাস্তা চাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে।"
advertisement
মুলত ১৯কিলোমিটার এই রাস্তা তৈরি হলে অতি সহজেই কান্দি থেকে সাটুই পৌঁছানো যাবে। কান্দিতে রেল যোগাযোগ নেই, ফলে ট্রেনে করে যাতায়াতের জন্য সালার বা খাগড়া ঘাট স্টেশন কিংবা বহরমপুর কোর্ট ষ্টেশনে যেতে হয়। সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই রাস্তা নির্মাণ হলে অতি সহজেই পৌঁছানো যাবে স্টেশনে। কম হবে দূরত্ব। যদিও তিনটি ব্রিজের কাজ এখন নির্মাণ শেষ, রাস্তা সম্পন্ন হলেই যোগাযোগ আরও মসৃন হবে। তাই রাস্তা দাবি জানিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা করলেন বুধবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: তৈরি হয়েছে সেতু, হয়নি রাস্তা! সড়ক তৈরির দাবিতে হাঁটলেন অধীর চৌধুরী
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement