Lottery News: আর নেই দুঃখের দিন, ১৫০ টাকার লটারিতে মালামাল, একেবারে কোটিপতি দুই বন্ধু

Last Updated:

Lottery News: রাতারাতি কোটিপতি! কিন্তু হঠাৎ কেন থানায় ছুটল দুই বন্ধু!

+
লটারি

লটারি হাতে দুই বন্ধু ফরাক্কা থানায় 

মুর্শিদাবাদ:  ভাগ্যের খেল নিয়ে ব্যবসা শুরু করেছিলেন লালচাঁন ও সায়ব। সেই ভাগ্যের খেলই ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দুই বন্ধুর একসঙ্গে কপাল খুলে দিল। ১৫০ টাকার বিনিময়ে এক কোটি টাকা জিতে নিলেন পেশায় দিন মজুর দুই বন্ধু। আর লটারির প্রথম প্রাইজ হতেই নিরাপত্তা নিতে সটান হাজির হলেন ফরাক্কা থানায় ।
জানা গিয়েছে, ২৫ সেম লটারি কেটে ভাগ্য ঘুরলো দুই বন্ধুর । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা আলিনগর এলাকায়। আলিনগর এলাকায় একটি লটারি টেবিলে ১৫০ টাকা দিয়ে ২৫ সেম লটারি কাটেন লালচাঁন সেখ ও সায়ব সেখ নামে আলিনগর এলাকার দুই বন্ধু । আর তাতেই ভাগ্য ঘুরল দুই বন্ধুর। লটারির প্রথম পুরস্কার জিততেই ইতি মধ্যে ফরাক্কা থানায় দ্বারস্থ হয় দুই বন্ধু।
advertisement
advertisement
পেশায় দিন মজুরের কাজ করে লালচাঁন সেখ ও সায়ব সেখ।যদিও তাদের নেশা ছিল লটারি কাটা। আর সেই লটারির নেশায় হল কোটিপতি।
advertisement
বর্তমানে অনেকেই লটারির টিকিট কেটে সর্বশান্ত হচ্ছেন। তবে অবশেষে লটারির টিকিটে এক কোটি এক লক্ষ টাকা পেলেন, পেশায় মিস্ত্রি হত দরিদ্র দুই বন্ধু। ফলে এখন লটারির টিকিট কেটেই রাতারাতি ভাগ্য বদলে গেল দুই বন্ধুর।
কথায় বলে, লটারিতে পুরস্কার জেতা ভাগ্যের ব্যাপার। কারণ কেউ কেউ বছরের পর বছর টিকিট কিনলেও কোনও পুরস্কার জিততে পারেন না। অনেকের আবার লটারি জিতে ভাগ্য বদলে যায়। তেমনই বদলে গেল একসঙ্গে লটারি টিকিট কাটা প্রথম পুরস্কার বিজেতা লালচাঁন ও সায়বের।
advertisement
স্থানীয়রা জানান দিনমজুর কাজ করে যত টাকা রোজগার করে প্রায় সবই লটারির টিকিট কেটে টাকা শেষ করে দিতেন। তাই এবার আর যেন লটারি টিকিট না কাটেন সেই বার্তা দিচ্ছেন এলাকার বাসিন্দারা। তবে রাতারাতি লটারির টিকিট কেটে এক কোটি এক লক্ষ টাকা প্রথম পুরস্কার পেয়েছেন দুই বিজেতা, ভবিষ্যতে বাড়ি তৈরি করা এবং ছেলে কে পড়াশুনা করানো একমাত্র লক্ষ্য বলে জানান। লটারি জয়ী হতেই তার বাড়িতে গ্রামের বাসিন্দারা ভিড় জমাচ্ছেন একবার দেখার জন্য। যদিও এখন আপ্লুত দুই বন্ধু। ফলে নিজেদের নিরাপত্তা নিতেই সটান হাজির হযেছেন ফরাক্কা থানায় ।
advertisement
Kaushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Lottery News: আর নেই দুঃখের দিন, ১৫০ টাকার লটারিতে মালামাল, একেবারে কোটিপতি দুই বন্ধু
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement