Dipa Karmakar: রিও-তে আলো জ্বালিয়েছিলেন দীপা, আজ তাঁর কী খবর রাখেন

Last Updated:
Dipa Karmakar Ban: ITA নিজেদের ওয়েবসাইটে ২১ মাসের নির্বাসনের কথা জানিয়েছে৷ সেখানেই লেখা রয়েছে হিজেনামাইন পজিটিভ হয়েছেন৷ 
1/4
: ভারতীয় জিমনাস্টিকের পোস্টার গার্ল দীপা কর্মকার তিনি এই মুহূর্তে ২১ মাসের নির্বাসন কাটাচ্ছেন৷ ইন্টারন্যাশানাল টেস্টিং এজেন্সি বা আইটিএ (ITA) দীপা কর্মকারকে ব্যান করেছে৷ এটি একটি স্বাধীন এবং ননপ্রফিট অর্গানাইজেশন অ্যান্টি ডোপিং টেস্ট পদ্ধতি পরিচালন করে৷ এটা আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডরেশনের (FIG) হয়ে তাঁরা পরিচালনা করে৷
: ভারতীয় জিমনাস্টিকের পোস্টার গার্ল দীপা কর্মকার তিনি এই মুহূর্তে ২১ মাসের নির্বাসন কাটাচ্ছেন৷ ইন্টারন্যাশানাল টেস্টিং এজেন্সি বা আইটিএ (ITA) দীপা কর্মকারকে ব্যান করেছে৷ এটি একটি স্বাধীন এবং ননপ্রফিট অর্গানাইজেশন অ্যান্টি ডোপিং টেস্ট পদ্ধতি পরিচালন করে৷ এটা আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডরেশনের (FIG) হয়ে তাঁরা পরিচালনা করে৷
advertisement
2/4
দীপা  higenamine পজিটিভ হয়েছে৷ এতে রয়েছে  beta-2 agonist যার মানে এই বস্তুর ব্যবহার সব  সময়ের জন্যে নিষিদ্ধ৷ দীপার মূত্রের নমুনা সংগ্রহ হয়েছিল ২০২১- র ১১ অক্টোবরে৷ তাই ২১ মাসের দীর্ঘ ব্যানের বেশিরভাগটাই পেরিয়ে গেছে৷  ২০২৩-র ১০ জুলাই তাঁর নির্বাসন শেষ হচ্ছে৷
দীপা  higenamine পজিটিভ হয়েছে৷ এতে রয়েছে  beta-2 agonist যার মানে এই বস্তুর ব্যবহার সব  সময়ের জন্যে নিষিদ্ধ৷ দীপার মূত্রের নমুনা সংগ্রহ হয়েছিল ২০২১- র ১১ অক্টোবরে৷ তাই ২১ মাসের দীর্ঘ ব্যানের বেশিরভাগটাই পেরিয়ে গেছে৷  ২০২৩-র ১০ জুলাই তাঁর নির্বাসন শেষ হচ্ছে৷
advertisement
3/4
ITA নিজেদের ওয়েবসাইটে ২১ মাসের নির্বাসনের কথা জানিয়েছে৷ সেখানেই লেখা রয়েছে হিজেনামাইন পজিটিভ হয়েছেন৷  এই মামলা অবশ্য নিষ্পত্তি হয়ে গেছে এফআইডি অ্যান্টি ডোপিং নিয়মের 10.8.2 ধারায় ৷  এই নিষিদ্ধ বস্তুটি ২০১৭-তে WADA-র ডোপিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে৷
ITA নিজেদের ওয়েবসাইটে ২১ মাসের নির্বাসনের কথা জানিয়েছে৷ সেখানেই লেখা রয়েছে হিজেনামাইন পজিটিভ হয়েছেন৷  এই মামলা অবশ্য নিষ্পত্তি হয়ে গেছে এফআইডি অ্যান্টি ডোপিং নিয়মের 10.8.2 ধারায় ৷  এই নিষিদ্ধ বস্তুটি ২০১৭-তে WADA-র ডোপিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে৷
advertisement
4/4
এটা একটা অ্যান্টি অ্যাস্থমাটিক বস্তু৷ যা এয়ার ওয়ে খুলে দেয়৷ এটা আবার কার্ডিওটনিক যা হার্টকে শক্তিশালী করে দেয় যা কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়৷ ২০১৬ রিও অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অংশ নিয়েছিলেন৷ শুধু সেটুকুই নয় তিনি দারুণ পারফরম্যান্স দিয়ে চতুর্থ হয়েছিলেন অলিম্পিক্সে৷
এটা একটা অ্যান্টি অ্যাস্থমাটিক বস্তু৷ যা এয়ার ওয়ে খুলে দেয়৷ এটা আবার কার্ডিওটনিক যা হার্টকে শক্তিশালী করে দেয় যা কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে দেয়৷ ২০১৬ রিও অলিম্পিক্সে তিনি প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অংশ নিয়েছিলেন৷ শুধু সেটুকুই নয় তিনি দারুণ পারফরম্যান্স দিয়ে চতুর্থ হয়েছিলেন অলিম্পিক্সে৷
advertisement
advertisement
advertisement