Murshidabad News: লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে কি করলেন মহিলারা, দেখুন তাদের কান্ড কারখানা
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষীর ভান্ডার চালু হাওয়াই উৎসাহিত গ্রামের মহিলারা ।সেই লক্ষীর ভান্ডারের টাকা নিয়ে তারা লক্ষ্মী পুজোর আয়োজন করেছে।
#মুর্শিদাবাদ: পশ্চিমবঙ্গে ২০২১ বিধানসভা নির্বাচনের সময় ক্ষমতায় আসার আগে তৃণমূল সরকার ঘোষণা করেছিল লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা। রাজ্য তৃতীয় বার ক্ষমতায় আসতেই চালু হয় বাড়ির মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার প্রকল্প। আর এবার সেই লক্ষী ভান্ডারের টাকায় হচ্ছে লক্ষ্মীপূজো । মুর্শিদাবাদের নবগ্রাম থানার রাইন্দা গ্রামে লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে উৎসাহিত হয়ে মহিলা কমিটির উদ্যোগেই হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে লক্ষ্মীপুজো ।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষী ভান্ডার চালুহাওয়াই উৎসাহিত গ্রামের মহিলারা ।সেই লক্ষী ভান্ডারের টাকায় নিয়ে আজকে তারা লক্ষ্মী পূজার আয়োজন করেছে । জানা গিয়েছে, প্রায় ৬০বছরের পুরনোই এই লক্ষী পুজো। প্রত্যেকবছর গ্রামের পুরুষরা এই পুজো আয়োজন করে। কিন্তু এবার লক্ষীর ভান্ডারের টাকা পেয়ে উৎসাহিত হয়ে লক্ষী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে কিছু কিছু করে জমিয়ে রেখে আজকে মহিলারা এই পুজো কমিটির দায়িত্ব নিয়েছেন। মহিলা কমিটির একটাই দাবি তারা যেন প্রশাসনিক সহযোগিতা একটু পান ।
advertisement
advertisement
বাঙালির বারো মাসে তেরো পার্বনের মতো পৌষ মাসে লক্ষ্মী পুজো মেতে ওঠেন গ্রাম বাংলার মহিলারা। মুলত পৌষ পার্বনের লক্ষী পুজো উপলক্ষে মেতে উঠতে দেখা যায় গ্রাম বাংলার মহিলাদের। আশ্বিন-কার্তিকে কোজাগরী ও দীপান্বিতা লক্ষ্মী পুজার পরই বিশেষ করে কৃষি-নির্ভর পল্লিবাংলার ঘরে হয় পৌষ লক্ষীর আরাধনা। পৌষ লক্ষ্মীর এই পুজা হয় সরায় আঁকা পটে যাকে এখানে বলা হয় লক্ষ্মী-সরা। নতুন ফসলের অন্ন দিয়ে ভোগ দিয়ে বিশেষ আড়ম্বরের সঙ্গেই পূজা হয় দেবী পৌষ লক্ষীর। শুধু তাই নয়, পৌষপার্বণ পিঠেপুলির অনুষ্ঠান।
advertisement
Kaushik Adhikary
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 12:13 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: লক্ষীর ভান্ডারের টাকা জমিয়ে কি করলেন মহিলারা, দেখুন তাদের কান্ড কারখানা