Murshidabad News: গরম পড়তেই চলছে আখের গুড় তৈরির কাজ, বাড়ছে চাহিদাও

Last Updated:

মাটির চুলায় বড় ড্রামে আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত কৃষকরা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় গ্রামীণ এলাকায় চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত এই গুড় তৈরি করার কাজ।

+
তৈরি

তৈরি চলছে আখের গুড় তৈরির কাজ 

মুর্শিদাবাদঃ মাটির চুলোয় বড় ড্রামে আখের রস জ্বাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত কৃষকরা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় গ্রামীণ এলাকায় চলছে সকাল থেকে বিকাল পর্যন্ত এই গুড় তৈরি করার কাজ। জমি থেকে পরিপুষ্ট আখ কেটে পরিষ্কারের পর মেশিনে চেপে বের করা হয়েছে রস। মাটির চুলোয় বড় ড্রামে সে রস জ্বাল দিয়ে তৈরি হচ্ছে গুড়। মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে।
মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের বহরাতে আখের রসের গুড় তৈরি করতে দেখা যায়। সেখানে সকাল-বিকেল গুড় তৈরি করেন কারিগররা। মাটির হাঁড়িতে করে সে গুড় কিনে নেন ক্রেতারা।
কান্দি বহরা ছাড়াও খড়গ্রাম-সহ আরও বেশ কয়েকটি জায়গায় আখের রস থেকে গুড় তৈরির কাজ করেন চাষিরা। বংশ পরম্পরায় বহরাতে গত কয়েক বছর ধরে আখের রসের গুড় তৈরি করেন কারিগররা। এ বছর কয়েক শতক জমিতে আখ চাষ করেছেন। কৃষিশ্রমিক ও গুড় তৈরির কারিগরদের মজুরিসহ তার খরচ হবে দুই লাখ টাকা। সব কিছু অনুকূলে থাকলে এবার তিনি সাড়ে তিন লাখ টাকার গুড় বিক্রির আশা করছেন চাষীরা।
advertisement
advertisement
চাষীরা বলেন, বাবা-দাদা আখের গুড় বানাতেন। তবে কোভিড মহামারি পরিস্থিতির কারণে দুই বছর কাজ বন্ধ ছিল। তবে গত কয়েক বছর ধরে তিনি গুড় তৈরি করছেন। এখানকার গুড় মানসম্পন্ন হওয়ায় বেশ চাহিদাও রয়েছে। বিক্রি হচ্ছে ভালোই দরে।
advertisement
আখের গুড় তৈরির কারিগর মঙ্গল চরণ দাস বলেন, আখের রসের গুড় তৈরিতে জ্বালানি খরচ নেই। আখের পাতা ও ছোবড়া রোদে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। বড় একটি ড্রামে ৪০ কেজি রস জ্বাল দিলে সেখান থেকে ১৫ কেজি গুড় পাওয়া যায়। বর্তমানে এই আখের গুড়ের চাহিদা তুঙ্গে। বর্তমানে চিনির থেকে আখের দাম বেশি। কেজি প্রতি ১০০ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। তবে, আখের গুড় ড্রামে করে নিয়ে গ্রামে গ্রামে ফেরি করেন ব্যবসায়ীরা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: গরম পড়তেই চলছে আখের গুড় তৈরির কাজ, বাড়ছে চাহিদাও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement