Governor CV Ananda Bose: মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যপাল, কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে

Last Updated:

Governor CV Ananda Bose: দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহারের পর এবার মুর্শিদাবাদে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে মুর্শিদাবাদ জেলা সফরে এলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

+
মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যপাল

মুর্শিদাবাদ: পঞ্চায়েত নির্বাচনের আগে প্রাক নির্বাচন হিংসায় ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলাতে মোট ৫জনের মৃত্যু হয়েছে। তাই দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহারের পর এবার মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। পঞ্চায়েত নির্বাচনের আগের দিনে মুর্শিদাবাদ জেলা সফরে বহরমপুরে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে বহরমপুর কোর্ট ষ্টেশনে এসে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তিনি বহরমপুর কোর্ট ষ্টেশনে বিশ্রাম নিয়েই সড়ক পথে নবগ্রামে হজবিবি ডাঙ্গা গ্রামে তৃণমূলের নিহত অঞ্চল সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে যান।
advertisement
advertisement
রাজ্যপাল গিয়ে কথা বলেন নিহত তৃণমূল কংগ্রেসের কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে। তারপরেই খড়গ্রাম ব্লকের রতনপুর গ্রামে নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে উপস্থিত হন রাজ্যপাল। কথা বলেন নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে। নবগ্রামের নিহত তৃণমূল কংগ্রেস কর্মী মোজাম্মেল হকের পরিবার জানান, রাজ্যপাল তাঁদের কাছে জানতে চান, কী ভাবে খুন হন মোজাম্মেল হক? কী ঘটনা ঘটেছিল সেইদিন।
advertisement
প্রসঙ্গত, গত ১৫ জুন মনোনয়ন পত্র জমা দিয়ে ফেরার পথে দুস্কৃতীরা মোজাম্মেল হককে খুন করে বলে অভিযোগ। তিনি হজবিবি ডাঙ্গা গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি ছিলেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যেপাল।
advertisement
এদিন খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে গিয়ে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। মনোনয়ন পর্বের প্রথম দিন ৯ জুন নিহত হয়েছিলেন কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখ। অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এদিন রাজ্যপালকে সামনে পেয়ে বিচার চাইল নিহত কংগ্রেস কর্মী ফুলচাঁদের পরিবার। জানালেন নিরাপত্তাহীনতার কথা। তৃণমূলের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ মৃত কংগ্রেস কর্মীর পরিবারের। সিবিআই তদন্তের আর্জি জানান ফুলচাদ শেখের স্ত্রী এসমিনা খাতুন।
advertisement
ফুলচাঁদ শেখের দাদা বাণি ইসরাইলের দাবি, হুমকি দিচ্ছে তৃণমূল। ভোট দিতে গেলে অশান্তি হবে বলে ভয় দেখাচ্ছে। এদিন পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। শুক্রবার দুপুরে খড়গ্রাম ও নবগ্রামের সফর শেষ করেই মুর্শিদাবাদ জেলার অন্যান্য প্রান্তেও যাবেন। পরে বিকালে হাজারদুয়ারী এক্সপ্রেসে ট্রেনে করে তিনি আবার কলকাতায় ফিরে যাবেন বলে সুত্রের খবর।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Governor CV Ananda Bose: মুর্শিদাবাদ জেলা সফরে রাজ্যপাল, কথা বললেন নিহতদের পরিবারের সঙ্গে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement