Murshidabad News: ফারাক্কার পর খড়গ্রামে চলল গুলি, পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ যেন আতঙ্কপুরী
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। একই দিনে ফারাক্কা ও খড়গ্রামে চলল গুলি। মৃত্যু হল একজনের, গুরুতর আহত ২
মুর্শিদাবাদ: ফের উতপ্ত মুর্শিদাবাদ। চলল গুলি। পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই হিংসা বাড়ছে এই জেলায়। এবার জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন একজন। অন্যদিকে ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। মঙ্গলবার সন্ধেয় খড়গ্রামে এই ঘটনা ঘটে। যদিও এই জমি সংক্রান্ত বিবাদ ঘিরে জড়িয়ে পড়েছে রাজনৈতিক দলগুলি। এই নিয়ে ব্যাপক তরজা শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে।
মঙ্গলবার সন্ধেয় খড়গ্রামের নলদীপ গ্রামে জমি সংক্রান্ত বিপদের জেরে গুলি চলে। সফিক শেখ নামে একজন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। ধারাল অস্ত্রের আঘাতে আহত হন মর্জেহা বিবি নামে এক বধূ। গুলিবিদ্ধ সফিক শেখকে চিকিৎসার জন্য খড়গ্রাম গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ পাঠানো হয়।
advertisement
advertisement
খবর পেয়ে গ্রামে গিয়ে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। শাখা শেখ ও তাঁর পরিবারের লোকজন অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় গুলিবিদ্ধ সফিক শেখ তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের দাবি, আক্রমণকারীরা বিজেপি করে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
advertisement
শুধু খড়গ্রামে নয়, মঙ্গলবার বিকেলে ফরাক্কাতেও চলে গুলি ও বোমা। গ্রামের বাসিন্দাদের ঝামেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ফরাক্কার কেন্দুয়া গ্রাম। গণ্ডগোলের এক পর্যায়ে বোমা-গুলির আঘাতে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম নাজির হোসেন (৩৬)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই খড়গ্রামে চলল গুলি। জেলায় একের পর এক হিংসার ঘটনায় চিন্তা বাড়ছে প্রশাসনের।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 11:32 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ফারাক্কার পর খড়গ্রামে চলল গুলি, পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ যেন আতঙ্কপুরী