Murshidabad News: জমি দখলকে কেন্দ্র করে ডোমকলে চলল গুলি! গুলিবিদ্ধ ২
- Reported by:KOUSHIK ADHIKARY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
ফের অশান্ত ডোমকল। জমি দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ দু'জন
মুর্শিদাবাদ: জমি বিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদে চলল গুলি। ডোমকলের ঘটনায় গুলিবিদ্ধ হল দু’জন। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার সন্ধেয় ডোমকলের মধুরকুল অঞ্চলের সব্দলপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই এই বিষয়ে উত্তেজনরা ছিল এলাকায়। বৃহস্পতিবার সন্ধেয় সেই উত্তেজনা চরমে উঠলে গুলি চলে। সেই সঙ্গে মুহুর্মু বোমা পড়ে বলেও অভিযোগ। ওই ঘটনায় শাহাবুদ্দিন বিশ্বাস (২৬) ও মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দু’জন গুলিবিদ্ধ হন। তাঁদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
গুলি চালানোর ঘটনা অভিযোগের আঙুল উঠেছে প্রতিবেশী ইউসুফ বিশ্বাস, সইদুল বিশ্বাসদের দিকে। গুলিবিদ্ধ শাহাবুদ্দিন বিশ্বাস জানান, ঘটনার সুত্রপাত বৃহস্পতিবার সকালে। গ্রুপের লোনের টাকা দিতে গেলে তাঁর পরিবারের সদস্যের উপর আক্রমণ করে ইউসুফ বিশ্বাস, সেন্টু বিশ্বাস ও তাঁর পরিবার। জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই আক্রমণ বলে দাবি করেন গুলিবিদ্ধ শাহাবুদ্দিন। এই নিয়ে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। থানায় ডায়েরি লিখিয়ে বাড়ি ফিরলেই ইউসুফ , সেন্টু, সইদুলরা বন্দুক-বোমা নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। ইউসুফ ও সইদুল হঠাৎ গুলি চালায়।
advertisement
এদিকে গুলিবিদ্ধদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে ডোমকল থানার বিশাল পুলিশ এলাকায় গিয়ে পৌঁছয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এলাকায় উত্তেজনা আছে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছিল এই ডোমকল। এলাকাটি বরাবরই স্পর্শকাতর বলে পরিচিত।
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 03, 2023 11:37 PM IST









