Murshidabad: জঙ্গিপুর কৃষি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
জঙ্গিপুর কৃষি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড
কৌশিক অধিকারীঃ জঙ্গিপুরঃ জঙ্গিপুর মহকুমা কৃষি ভবনের ভিতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মঙ্গলবার রাতে। এদিন কৃষি ভবনের অফিসে হঠাৎই দেখতে পাওয়া যায় আগুনের শিখা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। যদিও প্রথমে স্হানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলে জানা গিয়েছে। তবে কি কারণে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হবে। কৃষি দফতরের কর্মী গৌতম কুমার দাস জানান, কৃষি দফতরের বিশ্রাম কক্ষে মঙ্গলবার রাতে হঠাৎই আগুনের শিখা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে আমরাও ছুটে আসি। দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে। এসি ও আসবাব পুড়ে গেলেও জরুরি কোন কাগজ পুড়ে যায় নি বলে দাবি করেছেন দফতরের কর্মীরা। অন্যদিকে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তার তদন্ত করা হবে বলে জানা গিয়েছে দমকলের আধিকারিকদের পক্ষ থেকে । যদিও রাতের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও জঙ্গিপুর কৃষি ভবনে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখনও অল্পের জন্য রক্ষা পায় অফিসের আসবাবপত্র থেকে জরুরি ফাইল ও কাগজ। তবে পুনরায় মঙ্গলবার রাতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটল। যা নিয়ে চিন্তিত কৃষি দফতরের আধিকারিকরা। মার্চ মাস কাজের চুড়ান্ত ব্যস্ততা মাঝেও এই অগ্নিকাণ্ডের জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার রাতে জঙ্গিপুরে।
Location :
First Published :
March 16, 2022 10:21 AM IST