Murshidabad News: রাশি রাশি নকল ২ হাজার ও ৫০০ টাকা! পাচার হওয়ার আগেই উদ্ধার বিশাল অঙ্কের জাল নোট
- Written by:Bangla Digital Desk
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Fake Currency: মুর্শিদাবাদ জেলা থেকে দুই হাজার টাকা নোটের ৫৪হাজার ও দশটি ৫০০ টাকার ৫০০০হাজার টাকা মোট ৫৯হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলায় জাল নোট উদ্ধারে বড় ধরনের সাফল্য পেল জঙ্গিপুর জেলা পুলিশ । বুধবার রঘুনাথগঞ্জে সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় অভিযান চালানো হচ্ছে। গত ৩১ ডিসেম্বর জাল নোট পাচারের উদ্দেশে মুর্শিদাবাদ ফরাক্কাতে আসা হচ্ছিল । তখন গোপন সূত্রে অভিযান চালিয়ে হাবিব শেখ ও মিস্তারুল শেখ যার বাড়ি সুতি থানা এলাকায়, তাদের কাছ থেকে দুই হাজার টাকা নোটের ৫৪হাজার ও দশটি ৫০০ টাকার ৫০০০হাজার টাকা মোট ৫৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ তদন্ত নেমে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে সুতি থানার বাসিন্দা আব্দুল আলিম সেখ নামে আরও একজনকে গ্রেফতার করে মঙ্গলবার রাতে। ধৃতের কাছ থেকে অভিযান চালিয়ে মোট ৯টি মোটর বাইক উদ্ধার করা হয়। কী কারণে এই মটর বাইক রাখা হয়েছিল তারও তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি ৫৯ হাজার টাকা জাল নোট উদ্ধার করা হয় বলে জানান পুলিশ আধিকারিক।
advertisement
আরও পড়ুন : গ্যাসের ভর্তুকি ঢুকবে বলে ফোন, ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট ফাঁকা করে দিল প্রতারকরা
২০১৬ সালে নোট বন্দি হলেও, জাল নোটের কারবার বন্ধ হয়নি। অভিযোগ, মূলত মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই জাল নোটের রমরমা কারবার। আর তাতেই চিন্তিত পুলিশ প্রশাসন। যদিও পুলিশের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়েছে আগেই। ফের আবারও জাল নোট উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা পুলিশ। ধৃত তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে আরও তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 11, 2023 10:00 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: রাশি রাশি নকল ২ হাজার ও ৫০০ টাকা! পাচার হওয়ার আগেই উদ্ধার বিশাল অঙ্কের জাল নোট









