Murshidabad News: আন্তর্জাতিক স্তরে সুযোগ, লক্ষ্য স্বর্ণপদক, জোরদার অনুশীলন ক্যারাটে প্রতিযোগী ফাহমিদার
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ফাহমিদা স্বপ্ন দেখে পৃথিবীর কোনও এক প্রান্তে ক্যারাটে প্রতিযোগিতা চলছে আর সেই প্রতিযোগিতায় জিতে ভিক্ট্রি স্ট্যান্ডে সোনার মেডেল গলায় দাঁড়িয়ে আছে সে।
#ডোমকল: মুর্শিদাবাদের ডোমকল মহকুমার জলঙ্গি থানার প্রত্যন্ত ঘোষপাড়া গ্রামের মেয়ে ফাহমিদা নাসরিন। কিশোরী ফাহমিদা স্বপ্ন দেখে পৃথিবীর কোনো এক প্রান্তে ক্যারাটে প্রতিযোগিতা চলছে আর সেই প্রতিযোগিতায় জিতে ভিক্ট্রি স্ট্যান্ডে সোনার মেডেল গলায় দাঁড়িয়ে আছে সে। উড়ছে গর্বের তেরঙা। বাজছে জাতীয় সংগীত। হ্যাঁ এই স্বপ্নকে বুকে আঁকড়ে বেড়ে উঠছে এক অনন্য প্রতিভা ফাহমিদা।
বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী ফাহমিদা মায়ের উৎসাহে সাত বছর বয়সেই ভর্তি হয় ক্যারাটে স্কুলে। শিখতে শিখতেই ছোট বড়ো অসংখ্য প্রতিযোগিতায় জিতেছে সোনার মেডেল। কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য তো বটেই এমনকি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই বছরের শেষে সিঙ্গাপুর,মালয়েশিয়া, বাংলাদেশ,নেপালের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ ও আমন্ত্রণ পেয়েছে সে। সেখানেও সোনা জয়ের স্বপ্নে কঠোর পরিশ্রমে রত ওই কিশোরী। ভবিষ্যতে হতে চায় আইপিএস অফিসার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ের আয়োজন পরিবারের! আটকে দিল প্রশাসন
ডোমকল বালিকা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রী ফাহমিদা নাসরিন ইতিমধ্যেই খেলে ফেলেছে জাতীয় স্তরের বেশ কয়েকটি টুর্নামেন্ট। এসেছে গোল্ড মেডেল আরো অনেক অনেক স্বীকৃতি। আন্ত:রাজ্য টুর্নামেন্ট দিয়ে যাত্রা শুরু করে এই মূহুর্তে আন্তর্জাতিক টুর্নামেন্টের পরিচিত নাম ফাহমিদা। আগামী দিনে ফাহমিদার স্বপ্ন, আন্তর্জাতিক টুর্নামেন্ট গুলি থেকে দেশের জন্য সোনার পদক আনা ।
advertisement
ফাহমিদার মা সেরিনা পারভিন জানাচ্ছেন, 'পরিবারের কথা ভেবে আমাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল, কিন্তু স্বপ্নটা ছাড়িনি, মেয়ের মধ্যে দিয়ে আমার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। চাই বিশ্বের প্রতিটি আন্তর্জাতিক ক্যারাটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে বেজে উঠবে জন গণ মন, সবার উপরে জায়গা করে নেবে আমাদের জাতীয় পতাকা।
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
August 26, 2022 9:03 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: আন্তর্জাতিক স্তরে সুযোগ, লক্ষ্য স্বর্ণপদক, জোরদার অনুশীলন ক্যারাটে প্রতিযোগী ফাহমিদার
