Dolyatra 2023: শান্তিনিকেতনের আদলে মহা সমারোহে বসন্ত উৎসব পালন কান্দিতে

Last Updated:

Dolyatra 2023|| ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। আজ বসন্ত উৎসব। রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরনো, মলিন তা ত্যাগ করে নতুন রঙে সেজে উঠবার দিন।

+
শান্তিনিকেতনের

শান্তিনিকেতনের আদলে মহা সমারোহে বসন্ত উৎসব পালন কান্দিতে

মুর্শিদাবাদঃ ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। আজ বসন্ত উৎসব। রাঙিয়ে দেওয়ার দিন। যা কিছু জীর্ণ, পুরনো, মলিন তা ত্যাগ করে নতুন রঙে সেজে উঠবার দিন। আর রঙের উৎসব মানেই গুরুদেবের শান্তিনিকেতনের বসন্তোৎসব। সেই উৎসবের অনুকরণে মুর্শিদাবাদ জেলার কান্দি রূপপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদীতে পালন করা হল বসন্তোৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হল উৎসব। সব পেয়েছির আসরের ছোট্ট শিশুরাও এই উৎসবে শামিল হল মঙ্গলবার সকালে। প্রায় একশো শিশুর কলতানে মুখরিত হয়ে উঠল আকাশ বাতাস।
advertisement
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার কান্দির নৃত্যালয় সংস্থাও পালন করল বসন্ত উৎসব। মঙ্গলবার বসন্ত উৎসব উপলক্ষে ভ্রাম্যমাণ সংগীত নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালন করল তাঁরা। পাশাপাশি শহরের পদাতিক নৃত্য সংস্থার উদ্যোগেও বসন্ত উৎসব পালন করা হল। কান্দি থানার মোড়, লিচুতলা মোড় সহ বিভিন্ন এলাকায় সংস্থার ছোট্ট শিশুরা নাচ পরিবেশন করে।
advertisement
পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ছোট ছোট অনুষ্ঠানের মধ্যে দিয়ে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালন করা হয়। জেলার বিভিন্ন জায়গায় এই বর্ণাঢ্য প্রভাত ফেরি দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ । বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে নৃত্য পরিবেশনের মধ্যে দিয়েই বসন্ত উৎসব পালন করা হল বোলপুর শান্তিনিকেতনের আদলে।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Dolyatra 2023: শান্তিনিকেতনের আদলে মহা সমারোহে বসন্ত উৎসব পালন কান্দিতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement