Murshidabad News: পুজোর আগেই মুর্শিদাবাদে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া, তৎপর প্রশাসন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
শারদোৎসবের আগেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার আতঙ্কে কাঁপছে মুর্শিদাবাদ। এই মূহুর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ১০জন।
#মুর্শিদাবাদ: শারদোৎসবের আগেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার আতঙ্কে কাঁপছে মুর্শিদাবাদ। এই মূহুর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ডেঙ্গু নিয়ে ভর্তি রয়েছেন ১০জন। মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে প্রকাশ, জ্বর সর্দি কাশি মাথাব্যথা নিয়ে বেশ কয়েকজন শিশু সহ অনেকেই ভর্তি রয়েছেন।এঁদের প্রত্যেকেরই রক্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। পাশাপাশি ম্যালেরিয়ার আতঙ্কও ছড়িয়েছে। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ছয়জন।
সম্প্রতি খড়গ্রাম থানার ডাঙ্গাপাড়া গ্রামের এক শিশু অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কলকাতার পাশাপাশি ডেঙ্গুর থাবা মুর্শিদাবাদে ।ফলে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ ভাঙন থামছেই না সামশেরগঞ্জে! বিস্তীর্ণ এলাকা তলিয়ে ভিটেমাটি হারা বহু মানুষ
যদিও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের এমএসভিপি ডাঃ অমিয় কুমার বেরা আশ্বস্ত করে জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। জ্বর নিয়ে অনেকে ভর্তি থাকলেও এদের মধ্যে অল্প কয়েকজনই ডেঙ্গু বা ম্যালেরিয়ায় আক্রান্ত। রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপ রুখতে জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসন উদ্যোগ নিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বারুদের স্তুপে মুর্শিদাবাদ! ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, ধৃত এক
মশা মারতে উদ্যোগ নিয়েছে পুরসভা ও পঞ্চায়েতগুলিও। লক্ষ্য রাখা হচ্ছে যাতে কোথাও জমা জল না থাকে।বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানান, পৌরসভার তরফে সাফাই অভিযান চলছে। মানুষকে মশারি টাঙানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পদযাত্রার মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। বাড়িতে বা লোকালয়ে জল যাতে না জমে তার পরামর্শও দেওয়া হয়েছে। যদিও মুর্শিদাবাদ জেলার সমস্ত পৌরসভার পক্ষ থেকেস্প্রে করা হচ্ছে। নজর রাখা হচ্ছে সমস্ত দিক বিষয়ের ওপরেই।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 10, 2022 1:28 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুজোর আগেই মুর্শিদাবাদে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া, তৎপর প্রশাসন

