Murshidabad News: নদীর ধারে ভেসে উঠল কিশোরের দেহ, খুন করেছে প্রিয় বন্ধু! বহরমপুরে চাঞ্চল্য

Last Updated:

দু'দিন নিখোঁজ থাকার পরে, বুধবার সকালে এলাকাবাসীর তৎপরতায় রণি হালদারের মৃতদেহ পুলিশের তত্ত্বাবধানে বহরমপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। (Murshidabad News)

কিশোরের দেহ উদ্ধার
কিশোরের দেহ উদ্ধার
#বহরমপুর: দুই বন্ধুর সঙ্গে বিবাদের জেরে চরম পরিণতি ঘটল মুর্শিদাবাদে। বহরমপুর থানার কৃষ্ণমাটি অঞ্চলে দু'দিন খোঁজাখুঁজির পর বুধবার সকালবেলায় হঠাৎ নদীর ধারে ভেসে উঠল কিশোরের দেহ। পুলিশ জানিয়েছে মৃতের নাম রণি হালদার, বয়স ১৬ বছর। দুই দিন নিখোঁজ থাকার পরে, বুধবার সকালে এলাকাবাসীর তৎপরতায় রণি হালদারের মৃতদেহ পুলিশের তত্ত্বাবধানে বহরমপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
রণি হালদার নামে এক ১৬ বছরের কিশোর গত রবিবার রাত্রিবেলা থেকে নিখোঁজ ছিল। দুইদিন ধরে খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে পুলিশের দারস্থ হয় পরিবার। রণি হালদারকে রিন্টু বিশ্বাস নামে একজন বন্ধু খুন করে বলে অনুমান। পুলিশি জেরার মুখে স্বীকার করে সে, প্রথমত গলায় তারের ফাঁস দিয়ে তাকে মারা হয় এবং ভাগীরথী নদীতে নিয়ে গিয়ে তার গলা এবং পেটের একাংশ কেটে দেওয়া হয় যাতে তার মৃতদেহ জলের ওপরে ভেসে না ওঠে।
advertisement
আরও পড়ুন: 'কান্না' কাজে এল না, ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্ডেজ
নৌকার নীচে থেকে তার দেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে মৃতদহ ভাঁসতে দেখে এলাকাবাসী বহরমপুর থানায় খবর দেয়, স্থানীয় বাসিন্দারা দোষী রিন্টু বিশ্বাসের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবী করে। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ প্রহরা দেওয়া হয়েছে। ঘটনার জেরে রিন্টু বিশ্বাস তার বাড়ি ভাঙচুর করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: বোলপুর ব্যাঙ্কে লুকিয়ে অনুব্রতর আসল রহস্য? গোড়ায় ঘা সিবিআই-এর!
মনোবিদদের মতে, বর্তমানে কৈশোরকালে হিংসাত্বক ঘটনা ঘটাচ্ছে কিশোররা, এটা খুব চিন্তার বিষয়। তবে কোভিডকালে অনেক কিশোর স্কুলছুট হয়েছেন। ফলে নিজেরা একাকিত্ব বোধ তার সঙ্গে হিংসাত্বক মানসিকতা তৈরি হচ্ছে নিজেদের মধ্যে। যার ফলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বুধবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। কী কারণে এই প্রকৃত খুন তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ প্রশাসন।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: নদীর ধারে ভেসে উঠল কিশোরের দেহ, খুন করেছে প্রিয় বন্ধু! বহরমপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement