Murshidabad News: পুলিশের তাড়া, পালাতে গিয়ে ভাগরথীতে ঝাঁপ কলেজ ছাত্রের! বহরমপুরে ভয়ঙ্কর কাণ্ড
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ওই ছাত্রর বাবা নির্মল ঘোষের অভিযোগ, গত কয়েকদিন আগে সৈদাবাদের একটি চায়ের দোকানে গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল অভিযুক্তদের।
বহরমপুর: সেই মুর্শিদাবাদ, নবগ্রামের পর এবার বহরমপুরে কাঠগোড়ায় পুলিশ। ঘটনাস্থল বহরমপুরের সৈদাবাদ। অভিযোগ, পুলিশের তাড়া খেয়ে এক কলেজ ছাত্র ভাগীরথী নদীতে ঝাঁপ দেওয়ার পর ডুবে যায়৷ রবিবার রাত্রে অতনু ঘোষ (২১) নামে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের মৃতদেহ ভাগীরথী নদী থেকে উদ্ধার হয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই অতনু ঘোষ নামে ওই ছাত্র নদীতে ঝাঁপ দিলেও তাঁকে উদ্ধারের কোনও চেষ্টা করেনি পুলিশ৷ এমন কি, ছাত্রের বাড়িতেও খবর দেওয়া হয়নি৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুরে৷
advertisement
নির্মলবাবু বলেন, তিনি বিকেলে বাড়ি পোঁছে দেখেন তাঁর ছেলে বাড়িতে নেই। ছেলের মোবাইল ফোনও সুইচ অফ ছিল। এর পরই অতনুকে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবারের সদস্যরা৷ অতনুর কোনও খোঁজ না পেয়ে সৈদাবাদ ফাঁড়িতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু পুলিশ কোন সহযোগিতা করেনি বলে ওই ছাত্রের বাবার অভিযোগ। শেষে রবিবার রাতে ভাগীরথী নদীর রাধারঘাট এলাকায় অতনুর মৃতদেহ ভেসে ওঠে।
advertisement
advertisement
ছেলের মৃত্যুর জন্য পুলিশের অমানবিক আচরণকেই দায়ী করেছেন নির্মলবাবু৷ তাঁর প্রশ্ন, ছেলের নামে কোনও অভিযোগ থাকলে পুলিশ কেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে গিয়ে অতনুকে বাড়ি থেকে গ্রেফতার করল না৷ এমন কি, অতনু নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পরও সৈদাবাদ ফাঁড়ির পুলিশ তাঁদের কোনও খবরই দেননি বলে অভিযোগ মৃত ছাত্রের বাবার৷ তিনি বলেন, অতনু সাঁতার জানত৷ ভেবেছিল হয়তো নদী পেরিয়ে পালাবে৷ কিন্তু বর্ষার সময় এখন নদীতে জল বেশি৷ পুলিশ চাইলেই নৌকা নিয়ে আমার ছেলেকে উদ্ধার করতে পারত৷ কারণ দু পারেই ঘাটের কাছে নৌকা থাকে৷
advertisement
এই ঘটনায় সৈদাবাদ ফাঁড়ির যে পুলিশকর্মীরা জড়িত, যথাযথ তদন্ত করে তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন নির্মলবাবু৷ কয়েকদিন আগেই মুর্শিদাবাদের নবগ্রাম থানার ভিতরে চোর সন্দেহে ধৃত এক ব্যক্তির রহস্যমৃত্যু হয়৷ মৃতের পরিবার অভিযোগ করে, ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে পুিলশই৷ এমন কি, থানায় ধরে নিয়ে যাওয়ার পর দু দিন কেটে গেলেও ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়নি বলে অভিযোগ উঠেছিল৷ নবগ্রামের ঘটনার পর বহরমপুরের কলেজ ছাত্রের মৃত্যুতেও কাঠগড়ায় সেই পুলিশই৷
advertisement
নির্মল ঘোষ নামে ওই ব্যবসায়ী বলেন, তার ছেলে দোষী হলে পুলিশ তার বাড়িতে যেতে পারত, তাকে জানাতে পারতো ।কিন্তু তা না করে হঠাৎ করে পুলিশ অতনুকে ধরতে যাওয়াই বাধ্য হয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল অতনু ।সাঁতার জানলেও বর্ষার ভরা নদী থেকে আর উঠতে পারেনি তার ছেলে। ওই ঘটনার বিচার চান তিনি। এদিকে পুলিশ জানিয়েছে , অতনুকে ধরা হয়নি, পুলিশের জিপ দেখে ভয়ে অতনু নদীতে ঝাঁপ মেরেছে। সেই ইনফরমেশন পুলিশের কাছে ছিল না। তা না হলে পুলিশ ওই ছাত্রকে অবশ্যই উদ্ধারের চেষ্টা করত।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 07, 2023 9:50 AM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: পুলিশের তাড়া, পালাতে গিয়ে ভাগরথীতে ঝাঁপ কলেজ ছাত্রের! বহরমপুরে ভয়ঙ্কর কাণ্ড








