Rahul Gandhi: আজই কি সাংসদ পদ ফিরে পাবেন রাহুল? দেরি হলে আদালতে যাবে কংগ্রেস, তৈরি বিরোধীরাও

Last Updated:
আজই কি সাংসদ পদ ফিরে পাবেন রাহুল? ছবি- পিটিআই
আজই কি সাংসদ পদ ফিরে পাবেন রাহুল? ছবি- পিটিআই
: আজই কি সাংসদ পদ ফিরে পাবেন রাহুল গান্ধি? সুপ্রিম কোর্ট রাহুুলের দু বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পর সেই সম্ভাবনাই প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ কারণ শীর্ষ আদালতের নির্দেশ সহ রাহুলের সাংসদ ফেরানোর জন্য প্রয়োজনীয় সব নথিই লোকসভার অধ্যক্ষের দফতরে জমা পড়ে গিয়েছে৷ এখন শুধুমাত্র অধ্যক্ষ ওম বিড়লা সেই আবেদনে সম্মতি জানিয়ে সই করলেই ফের সংসদে ফিরতে পারবেন কংগ্রেসের শীর্ষ নেতা৷
আজই সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামিকাল থেকে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সংক্রান্ত আলোচনার সময়ও সংসদে উপস্থিত থাকতে পারবেন রাহুল৷ সূত্রের খবর, রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া অযথা দেরি হলে কংগ্রেস নেতৃত্ব ফের আদালতের দ্বারস্থও হতে পারে৷ বিষয়টি নিয়ে সংসদে সরব হতে পারে ইন্ডিয়া জোটের শরিক দলগুলিও৷
advertisement
সাম্প্রতিক কালে অবশ্য এনসিপি-র লাক্ষাদ্বীপের সাংসদ পিপি মহম্মদ ফয়জলের সাংসদ ফিরে পেতে একমাসের উপরে সময় লেগেছিল৷ যা উদ্বেগে রেখেছে কংগ্রেস নেতৃত্বকে৷ গত জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপের সাংসদকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় কেরলের একটি নিম্ন আদালত৷ যদিও সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে কেরল হাইকোর্ট৷ তার পরেও সাংসদ পদ ফিরে না পাওয়ায় সু্প্রিম কোর্টের দ্বারস্থ হন ওই এনসিপি সাংসদ৷ এর পরেই মার্চ মাসে শীর্ষ আদালতে শুনানির ঠিক আগে সাংসদ পদ ফিরে পান তিনি৷
advertisement
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ এর পরেই গত মে মাসে তাঁর সাংসদ পদ বাতিল করেন লোকসভার অধ্যক্ষ৷ এই নির্দেশের বিরুদ্ধেই প্রথমে গুজরাত হাইকোর্ট এবং তার পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাহুল৷
মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের বিচারপতিরা জানান, কেন রাহুল গান্ধিকে নিম্ন আদালত সর্বোচ্চ শাস্তিই দিল, তার যথাযথ কোনও ব্যাখ্যা আদালতের নির্দেশে পাওয়া যায়নি৷ ফলে এই শাস্তি বজায় রাখার আগে তা পুনরায় খতিয়ে দেখা প্রয়োজন৷ এই যুক্তি দেখিয়েই নিম্ন আদালতের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: আজই কি সাংসদ পদ ফিরে পাবেন রাহুল? দেরি হলে আদালতে যাবে কংগ্রেস, তৈরি বিরোধীরাও
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement