বড়দিনের সাজে সেজে উঠছে বহরমপুর, পর্যটকদের নয়া আকর্ষণ ক্যাথলিক চার্চ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
শীতের মরশুমে বড়দিনের ছুটির দিনে পর্যটকদের যদি গন্তব্য থাকে মুর্শিদাবাদ।
#মুর্শিদাবাদ: রবিবার বড় দিন। প্রভু যিশুর জন্মদিন। আর তার আগে বহরমপুর শহরের ক্যাথলিক চার্চ সেজে উঠছে জোরকদমে। কোভিড মহামারি পরিস্থিতির পর পর্যটকদের জন্য আকর্ষণীয় গড়ে তুলতে ক্যাথলিক চার্চ সাজানো হচ্ছে। বড় দিনে দর্শনার্থীদের ভিড় হবে আর তার আগে ঢেলে সাজানো হচ্ছে ক্যাথলিক চার্চ।
শীতের মরশুমে বড়দিনের ছুটির দিনে পর্যটকদের যদি গন্তব্য থাকে মুর্শিদাবাদ। তাহলে এই চার্চে এসে প্রার্থনা করতে পারেন। প্রভু যিশুখ্রিষ্টের জন্মদিবস উপলক্ষেউৎসবের আনন্দে ভেসে ওঠার অপেক্ষায় বিশ্ববাসী। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এ রাজ্যের প্রতিটি কোণাতেও। গির্জায় প্রার্থনায় বসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। হাত মাত্র আর কয়েকটা ঘন্টা। বাঙালির কাছে বড় দিন মানেই প্রভু যিশুর জন্মদিন । বহরমপুর শহরের ওয়াই এম এ ময়দান সংলগ্ন চার্চের সামনে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
advertisement
আরও পড়ুন: পুলিশ যখন পাল্টে দিল জীবন, বিমার টাকা পেয়ে আনন্দে ভাসছে মহম্মদ বাজারের মামনি
পরিবারের সকলে সুস্থ থাকার কামনাতেই ভিড় জমান দর্শনার্থীরা। আর শেষ মুহূর্তের জোর কদমে প্রস্তুতি চলছে জোর কদমে। তবে ২৫শে ও ২৬শে ডিসেম্বর চার্চ খোলা থাকবে। আলোর রোশনাই সাজানো হয়েছে চার্চ, যিশুর শান্তি অনুভব করতে পারবেন তার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি বলে জানাচ্ছেন চার্চের ফাদার। সাফাইয়ের কাজ শুরু করা হয়েছে। সাজিয়ে তোলা হচ্ছে মূল ফটক থেকে গোটা ভবন।
advertisement
advertisement
আরও পড়ুন: বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে মৃত্যু! বেহালা দেখল মেদিনীপুরের তরুণীর মর্মান্তিক পরিণতি
রঙিন আলোরও ব্যবস্থা করা হয় গোটা চত্বর জুড়ে। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে টেন্ট। নতুন সাজে সাজানো হচ্ছে প্রার্থনা গৃহ। প্রতি বছর সকাল থেকে রাত পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষের সমাগম হয় এই গির্জায়। চার্চের ফাদার জানান, প্রতিবারের মতো এবছরও ২৪ ডিসেম্বর রাতে হবে উৎসবের সূচনা। রাতে প্রার্থনা সেরে কেক কাটা হবে। আনন্দে মাতবেন সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
December 24, 2022 1:59 PM IST