Murshidabad News: পুজোর আগে কান্দিতে খোলা হল সমবায় ব্যাঙ্কের শাখা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড এর পক্ষ থেকে বহড়া শাখা অফিস উদ্বোধন করা হল শনিবার।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড এর পক্ষ থেকে বহড়া শাখা অফিস উদ্বোধন করা হল শনিবার। দুর্গাপুজোর আগে শনিবার দুপুরে কান্দি ব্লকের অন্তর্গত আনুখা সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে গ্রামীন অর্থনীতি আরও চাঙ্গা করতে, পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়ন করতে মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক লিমিটেড এর পক্ষ থেকে বহড়া শাখার উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন কান্দি বিধায়ক অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আধিকারিকরা।
কান্দি ব্লকের অন্তর্গত যশোহরি আনুখা এক গ্রাম পঞ্চায়েতে বহড়া গ্রামে মূলত কোন ব্যাঙ্ক নেই। এলাকার বাসিন্দাদের ব্যাঙ্ক পরিষেবা নিতে যাওয়ার জন্য ৬ কিলোমিটার থেকে আট কিলোমিটার দুরে শহরে যেতে হয়। ফলে গ্রামীণ এলাকায় ব্যাঙ্ক না থাকার কারণেই কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত বহড়াতে এই ব্যাঙ্কের শাখার উদ্বোধন করা হয়। এর ফলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন, উপকৃত হবেন এলাকার কৃষকরা। পাশাপাশি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারদের কে পাসবই ও স্বর্নিভর গোষ্ঠীর মহিলাদের আত্মনির্ভরতার লক্ষ্যে চেক তুলে দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ দুষ্কৃতী তাণ্ডব কান্দিতে! আগুন লাগিয়ে দেওয়া হল দুটি দোকানে
এই ব্যাঙ্কে মোট ছয় হাজারের বেশি গ্রাহক সংখ্যা আছে। ফলে তারাও উপকৃত হবে এই ব্যাঙ্কের শাখা তৈরি হওয়ার ফলে। পাশাপাশি স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতে চেক তুলে দিতেই খুশি তারাও।শনিবার এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলী রাজবংশী, সহ সভাপতি পার্থপ্রতিম সরকার ও পঞ্চায়েত সমিতির সদস্য সুকান্ত ত্রিবেদী সহ বিশিষ্ট ব্যক্তিরা ।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
September 24, 2022 6:05 PM IST