Murshidabad News: মাটি খুঁড়তেই উদ্ধার বিস্ময় বস্তু! কামান না টেলিফোনের খুঁটি? চাঞ্চল্য জলঙ্গিতে

Last Updated:

Murshidabad News: স্থানীয়দের দাবি, ওই ধাতব খণ্ডটি ইংরেজ আমলের একটি কামানের অংশ বিশেষ। সেটা কোথাও থেকে তুলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের কাউকে দেখতে পেয়ে হয়তো ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।

+
জলঙ্গীতে

জলঙ্গীতে উদ্ধার বিস্ময় বস্তু! কামান না টেলিফোনের খুঁটি?

মুর্শিদাবাদ: রাস্তার ধারে টেলিফোনের খুঁটির নিম্নাংশ দেখে কামানের আতঙ্ক ছড়াল চারদিকে। কেউ বলে ইংরেজ আমলের পুরনো কামান। আবার কেউ বলে, পুরনো দিনের টেলিফোন লাইনের খুঁটি। এমনই এক চাঞ্চল্যকর পরিস্থিতি মুর্শিদাবাদের শেষ সীমান্ত জলঙ্গির ফরাজিপাড়া গ্রামে। জানা যায়, স্থানীয় মানুষ ৬ ফুট লম্বা লোহার খণ্ডটি পড়ে থাকতে দেখেন গ্রামেরই রাস্তার ধারে। সেখানে একটি সাইকেলেও পড়েছিল।
স্থানীয়দের দাবি, ওই ধাতব খণ্ডটি ইংরেজ আমলের একটি কামানের অংশ বিশেষ। সেটা কোথাও থেকে তুলে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামের কাউকে দেখতে পেয়ে হয়তো ফেলে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
advertisement
যদিও গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের কথায়, ''মুর্শিদাবাদ জেলা মুলত ইতিহাসের জেলা। আর এই জেলাতে কামান পাওয়া যাবে, এটা আশ্চর্যের কিছুই না। আমরা হাজারদুয়ারিতে গিয়ে কামান দেখতে যাই। আর এখানে কামান দেখা গেল। তবে আদৌ কি এটা কামান, এটা নিয়ে কৌতুহল রয়েছে।''
আপাতত খণ্ডটি সেখান থেকে তুলে রাস্তার ধারে রেখে দেওয়া হয়। আর সেই কামান দেখতে গ্রামের ছোট থেকে বড় সকলেই ভিড় জমান। একেকজনের একেক মত। যা নিয়ে বিভ্রান্ত মানুষ দ্রুত পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে ছুটে আসেন জলঙ্গি থানার পুলিশ। এবং সেটাকে উদ্ধার করে নিয়ে যান । পুলিশের অনুমান, ওটি টেলিফোন লাইনেরই খুঁটির অংশ হবে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: মাটি খুঁড়তেই উদ্ধার বিস্ময় বস্তু! কামান না টেলিফোনের খুঁটি? চাঞ্চল্য জলঙ্গিতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement