Murshidabad News: বর্ধমান থেকে বহরমপুরে! নাবালিকার বিয়ে রুখতে গান বাঁধলেন স্বপন বাউল

Last Updated:

পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন কুমার দত্ত নিজের উদ্যোগে এই প্রচার শুরু করেছেন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করছেন বাউল গানের মাধ্যমে। 

+
বহরমপুরে

বহরমপুরে বাউল শিল্পী স্বপন কুমার দত্ত 

#বহরমপুর: পরিসংখ্যান বলছে নাবালিকা বিয়ের হারে তালিকার ওপরে দিকেই রয়েছে মুর্শিদাবাদ জেলা। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না। সরকারের একাধিক প্রকল্পেও হেরফের হয়নি এই অবস্থার। নাবালিকার বিয়ে রদ ও বাল্যকালে বিয়ে হলে তার কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন এক বাউল শিল্পী।
পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন কুমার দত্ত নিজের উদ্যোগে এই প্রচার শুরু করেছেন। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার করছেন বাউল গানের মাধ্যমে। বোঝাচ্ছেন অল্প বয়সে বিয়ের কুফল সম্পর্কে। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতেই স্বপন কুমার দত্তের এই উদ্যোগ। জেলার বড়ঞা, হরিহরপাড়া সহ বিভিন্ন এলাকায় নাবালিকার বিয়ের বন্ধ করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তৎপর। সরকারী ভাবে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে আগেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নাবালিকার বিয়ের আয়োজন পরিবারের! আটকে দিল প্রশাসন 
কন্যাশ্রী রূপশ্রী সহ একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও আঠারো বছরের আগেই বিয়ের প্রবণতা যেন বেড়েই চলেছে। তবে সম্পূর্ণ নিজের উদ্যোগে এই প্রচেষ্টা স্বপন বাবুর। বহরমপুর শহরের বিভিন্ন জায়গাতেও এই বাউল শিল্পী কে দেখা যাচ্ছে প্রচার করতে। যা মন দিয়ে শুনছেন পথ চলতি সাধারণ মানুষ।
advertisement
বাউল শিল্পী স্বপন কুমার দত্ত জানান,' মানুষ এখনও সচেতন নয়। আমি বর্ধমান থেকে ছুটে এসেছি বাল্য বিবাহ রদ করার জন্য। আঠারো বছরের কম মেয়েদের বিয়ের কুফল সম্পর্কে বোঝাচ্ছি। পাশাপাশি ডেঙ্গু নিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে। ডেঙ্গু এক সময় মহামারির আকার নিয়েছিল। রাস্তাঘাট পরিস্কার না থাকলে ডেঙ্গু আবারও মহামারির আকার ধারণ করবে। সচেতন করতে তাই গানকেই বেছে নিয়েছি'।
advertisement
কৌশিক অধিকারী 
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বর্ধমান থেকে বহরমপুরে! নাবালিকার বিয়ে রুখতে গান বাঁধলেন স্বপন বাউল
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement