Murshidabad News: বেহাল রাস্তায় বিপর্যস্ত আন্দুলিয়ার জনজীবন, হেলদোল নেই প্রশাসনের

Last Updated:

প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা জেলা পরিষদের অধীনে তৈরি হওয়া আন্দুলিয়া থেকে সাটুই গামী অন্যতম এই রাস্তার অবস্থা বর্তমানে বেহাল। 

+
title=

#কান্দি: মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস প্রায় কয়েক হাজার মানুষের। প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা জেলা পরিষদের অধীনে তৈরি হওয়া আন্দুলিয়া থেকে সাটুই গামী অন্যতম এই রাস্তার অবস্থা বর্তমানে বেহাল। বর্ষা এবছর সেই ভাবে না হলেও রাস্তার মধ্যে জল জমে খানাখন্দে পরিণত হয়েছে। দেখে মনেই হবে না এটা কোনও সড়ক। রাস্তা খারাপের জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এ বিষয়ে বারবার গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, কোথাও জানিয়ে আজ পর্যন্ত কোন ফল হয়নি। বাধ্য হয়েই সংবাদ মাধ্যমের সামনে অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি করেছেন সকলে।
আন্দুলিয়া গ্রামের ওপর দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। সাধারণের সুবিধার্থে জেলা পরিষদের অধীনে গ্রাম সড়ক যোজনার অন্তর্গত এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে আন্দুলিয়া গ্রামের প্রধান এই রাস্তা দীর্ঘদিন ধরেই খারাপ। খানা খন্দে ভর্তি। বৃষ্টির হলে জমে থাকছে জল। ফলে নিত্যদিন বেড়ে চলেছে দুর্ঘটনা। বাসিন্দাদের অভিযোগ নির্বাচনের সময় পরিযায়ী পাখিদের মতো নেতারা ভোট চাইতে এসে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও ভোট মিটতেই তাঁরা নিখোঁজ হয়ে যান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মধ্যেই পাখিদের জন্য বাসা তৈরি করল পড়ুয়ারা!
পাশাপাশি প্রশাসনকে দুষে তাঁদের বক্তব্য, পথ নিরাপত্তা বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হলেও রাস্তার খানাখন্দের বিষয়ে নজর নেই। কবে এই রাস্তার সংস্কার হবে জানে না কেউই। তবে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার কার্যত রাস্তার বেহাল দশা আর নির্বিকার প্রশাসনের অভিযোগকে স্বীকার করে জানিয়েছেন, কান্দি মাষ্টার প্ল্যানের কাজ করার জন্য বোল্ডার নিয়ে যাওয়ার ফলে রাস্তা ভেঙে যায়। সেচ দফতরের পক্ষ থেকে এই রাস্তা সংস্কার না করা হলে আমাদের পক্ষ থেকে রাস্তা সংস্কার করা মুস্কিল। এই রাস্তার সংস্কারে আইনি জটিলতা ও আর্থিক সামর্থ্য নেই বলে জানান তিনি।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: বেহাল রাস্তায় বিপর্যস্ত আন্দুলিয়ার জনজীবন, হেলদোল নেই প্রশাসনের
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement