মুর্শিদাবাদে ভয়ঙ্কর হামলায় গুরুতর আহত সিটু নেতা, কাঠগড়ায় শাসক দল
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
দলীয় বৈঠক করে বাড়ি ফেরার পথে ফরাক্কার সিআইটিইউ-এর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্রের উপর দুষ্কৃতীদের হামলা ঘটল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ ফরাক্কার পলাশী গ্রামে বজরংবালি মন্দিরের কাছে।
মুর্শিদাবাদঃ দলীয় বৈঠক করে বাড়ি ফেরার পথে সিআইটিইউ-এর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্রের উপর দুষ্কৃতীদের হামলা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার পলাশী গ্রামে বজরংবালি মন্দিরের কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। অতর্কিতে এই হামলার ঘটনায় গুরুতর আহত হয়েছেন দীলীপ মিশ্র। বর্তমানে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিআইটিইউ এর সাধারণ সম্পাদক দিলীপ মিশ্ররের গাড়ি চালক জানান, মঙ্গলবার রাতে দলীয় বৈঠক সম্পন্ন করে যখন বাড়ি ফিরছিল সেই সময় ফরাক্কার পলাশী গ্রামে বজরংবলী মন্দিরে প্রনাম করছিলেন। তখন চারজন দুষ্কৃতী হঠাৎই হামলা চালায়। তাঁকে বেধড়ক লাঠি দিয়ে মারধর করতে থাকে। গাড়ি উপর হামলা করে গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ।
advertisement
হামলায় দিলীপ মিশ্র গুরুতর আহত হওয়ায় তাঁকে গাড়ির চালক বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে আসে। সেখানেই চিকিৎসকরা তার চিকিৎসা করে পরে তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরীত করা হয়। সিআইটিইউ নেতৃত্বরা জানান, ফরাক্কাতে তোলা বাজি ও সিন্ডিকেটের বিরোধী লড়াই মুল মুখ হচ্ছে দিলীপ মিশ্র। দলের সংগঠনও মজবুত করছিলেন তিনি।
advertisement
advertisement
পঞ্চায়েত নির্বাচনের আগে সিআইটিইউ ও সিপিএমের শক্তিবৃদ্ধি হচ্ছে। সেটা রুখতেই সংগঠিত ভাবে মুখে মাস্ক নিয়ে এই হামলা চালিয়েছে। পুলিশের কাছে আবেদন করা হয়েছে নিরপেক্ষ ভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করুক। ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিস।
view commentsLocation :
First Published :
December 28, 2022 3:12 PM IST