মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভুমি পুত্র অরিজিৎ সিং ।আজকের দিনে ১৯৮৭সালে জন্ম গ্রহণ করেছিলেন। ইতি মধ্যেই তিনি খ্যাতি সম্পন্ন করেছে। মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। অরিজিৎ সিং আজকের দিনে জিয়াগঞ্জের মাটিতে ২৫ এপ্রিল ১৯৮৭ জন্মগ্রহণ করেণ। অরিজিৎ সিংয়ের ডাক নাম সুমু। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ফেম গুরুকুল এর প্রতিযোগী ছিলেন।
অরিজিৎ সিং হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতের সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন। তবে জন্মদিন তিনি ঘটা করে কোনদিন পালন করেন না। ইচ্ছে প্রকাশ করেন না। বরাবার প্রচারের অন্তরালে থাকতে ভালবাসেন অরিজিৎ। তিনি গায়ক অরিজিৎ সিং। যদিও মুর্শিদাবাদের ঘরের ছেলে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তার বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোট বেলা। বর্তমানে তিনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং।
আরও পড়ুন: খবরদার! রামপুরহাটে ভুলেও করবেন না ‘এই’ কাজ, আপনাকে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে
ইতি মধ্যেই তৈরি করছেন খেলার মাঠ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল খেলার মাঠ। অরিজিৎ সিং-এর তত্ত্বাবধানে নতুন ভাবে গড়ে উঠছে এই মাঠ। একটি ক্রীড়া কেন্দ্র গড়ে উঠছে। এই স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। বর্তমানে জিয়াগঞ্জে নিজের স্কুলের মাঠ সংস্কার করলেন অরিজিৎ সিং। ফের শুরু হবে ক্রিকেট খেলা। স্কুলের খেলা ও ক্রীড়া কেন্দ্র গড়ে উঠলে উপকৃত হবেন এলাকার স্কুলের ছাত্র ও ছাত্রীরা এবং যুবকরা ও ক্রীড়া প্রেমীরা। অরিজিৎ সিং তার নিজস্ব যে সংস্থা তার উদ্যোগেই মাঠ সংস্কার করা হচ্ছে।
আরও পড়ুন:
খ্যাতনামা কণ্ঠ শিল্পী অরিজিৎ সিংয়ের উদ্যোগে এবার জিয়াগঞ্জে তৈরি হচ্ছে ক্রিকেটের রণাঙ্গন। মুর্শিদাবাদের ভূমিপুত্র অরিজিৎ সিংয়ের গানের জন্যেই ভুবন জোড়া নাম। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি। তবে তার জন্মদিনে তার অনুগামীরা সেই ভাবে কিছু কর্মকাণ্ড না হলেও বরাবর প্রচারের আড়ালেই থাকতে ভালবাসেন তিনি।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।