Murshidabad: নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার! আটকে দিল প্রশাসন
- Published by:Ankita Tripathi
Last Updated:
প্রশাসনিক প্রচার থাকা সত্ত্বেও এদিন ফের নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার। খবর পেতেই নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন।
মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলায় একইদিনে দুটি পৃথক জায়গায় নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন । মুর্শিদাবাদ জেলায় নাবালিকা বিয়ে নতুন নয়। প্রশাসনিক প্রচার থাকা সত্ত্বেও এদিন ফের নাবালিকার বিয়ে দিচ্ছিল পরিবার। খবর পেতেই নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন।মুর্শিদাবাদের কান্দি ব্লকের অন্তর্গত পুরন্দরপুরের ভবানীপুর গ্রামে এক নাবালিকা কন্যার বিবাহ রদ করে কান্দি ব্লক পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি ।
গোপন সূত্রে খবর পেয়ে কান্দি ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক কান্দি ব্লকে নাবালিকার বাড়ি পৌঁছে পরিবারের কাছে মেয়ের বার্থ সার্টিফিকেট দেখতে চান। মেয়ের ১৮ বছর বয়স পূর্ণ না হওয়ায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। অন্যদিকে খড়গ্রাম ব্লকের অন্তর্গত মাড়গ্রামে ১৬ বছরের এক নাবালিকা কন্যার বিবাহ রদ করা হয়। ১৮বছরের আগেই বিয়ের ব্যবস্থা করেছিল পরিবার।
advertisement
advertisement
নাবালিকা কন্যা বিয়েতে রাজি নয় এ কথা প্রশাসন জানার পরই নাবালিকার বাড়ি গিয়ে বিয়ে রদ করে। পাশাপাশি বর পক্ষকে ঘটনার কথা জানানো হয়। দুই জায়গাতেই নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়, যাতে মেয়ের ১৮ বছর বয়সের আগে বিয়ে না দেয়। অন্যথায় পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মুর্শিদাবাদ জেলায় নাবালিকা বিয়ে এক জ্বলন্ত সমস্যা। সরকারি হোক বা বেসরকারি একাধিক সংস্থা নাবালিকা কন্যার বিয়ে বন্ধের দাবিতে নিত্যদিন অব্যাহত রাখে সচেতনতা প্রচার ও বিভিন্ন রকম অভিযান। এখানেই প্রশ্ন, এতো প্রচার সত্ত্বেও রাজ্যের বাসিন্দারা সতর্ক কোথায়?
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
September 02, 2022 4:02 PM IST

