Murshidabad News- ভরতপুরে নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন

Last Updated:

মুচলেকা লেখানো হয়েছে পরিবারের পক্ষ থেকে 

নাবালিকার পরিবারে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা 
নাবালিকার পরিবারে পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা 
#বহরমপুরঃ ১৮ বছর না হলে পরিবারের কন্যাদের বিয়ে নয় (Murshidabad News)। রাজ্যে সরকারের উদ্যোগে কন্যাশ্রী চালু হলেও এখনও গ্রামীণ এলাকায় বাল্য বিবাহ চলছে। এবার বাল্য বিবাহ রদ করল ভরতপুর ব্লক প্রশাসন ও সিনি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। বুধবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর ব্লকের স্বরডাঙ্গায় নাবালিকার বিয়ে বন্ধ করল ব্লক প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। জানা গিয়েছে, ভরতপুর ব্লকের অন্তর্গত স্বরডাঙ্গা গ্রামে গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বুধবার দুপুরে ওই নাবালিকার বাড়ি পৌঁছায় ব্লক প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। জজান উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীর বয়সের প্রমাণ পত্র দেখার পর ১৮ বছর বয়স না হওয়ায়, পরিবারকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, পরিবারের কাছে থেকে মুচলেকা নেওয়া হয় যাতে ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে না দেওয়া হয় (Murshidabad News)। অন্যথা, পরিবারের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
বুধবার নাবালিকার বিয়ে বন্ধ করার পর ভরতপুর ব্লকের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংস্থা সিনির ওবজারভার দিব্যেন্দু পাল জানান, "মুর্শিদাবাদ জেলাতে ইতিমধ্যেই একাধিক নাবালিকার বিয়ে রদ করা হয়েছে। ১৮ বছর না হলে বিয়ে দেওয়া হলে বাড়ির কন্যা দের যা সমস্যা হয় তা বোঝানো হয়েছে পরিবার কে। ইতি মধ্যেই আমরা একাধিক শিবির করেছি, তবুও অনেক অংশেই গ্রামীণ এলাকায় মানুষ সচেতন নয়। ১৮ বছরের আগেই বিয়ে দিয়ে দিচ্ছে। আমরা যখনই খবর পাচ্ছি সেই বিয়ে রদ করা হচ্ছে প্রশাসনিক সহযোগিতা নিয়ে। মোবারক মল্লিক তার কন্যার ১৮ বছর না হতেই তার বিবাহ ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে তার নাবালিকার বয়স মাত্র ১৬ বছর। আর তাই আমরা এই বিয়ে রদ করতে সক্ষম হয়েছি", বলে জানান তিনি। (Murshidabad News) মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, "নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে জেলার বিভিন্ন জায়গায়। আমরা খোঁজ পাচ্ছি। স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন কে সাথে নিয়েই আমরা নাবালিকার বিয়ে রদ করতে সচেষ্ট হচ্ছি। বিগত দুই বছরে মোট ২৫৬ জনের বিয়ে আটকানো হয়েছে বলে জানানো হয়েছে।"
advertisement
Koushik Adhikary
advertisement
view comments
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News- ভরতপুরে নাবালিকার বিয়ে রদ করল প্রশাসন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement