Murshidabad News | Adhir Chowdhury: ছেলের মৃতদেহ বাড়িতে রেখে ভোট দিয়েছিলেন রেনুকা মার্ডি! সেই থেকে অধীর চৌধুরীর বোন তিনি! নিলেন ভাইফোঁটা!
- Published by:Piya Banerjee
Last Updated:
Murshidabad News | Adhir Chowdhury: ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ছেলের মৃতদেহ বাড়িতে রেখে অধীর চৌধুরীর জন্য ভোট দিতে যান রেনুকা! সেই থেকে চলছে দাদা-বোনের ভাইফোঁটা! দেখুন ভিডিও
#মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার ভাইফোঁটা তাই বহরমপুরে বোনের কাছে ফোঁটা নিলেন বহরমপুর কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ছেলের মৃতদেহকে রেখে ভোট দিতে গিয়েছিলেন। সেই রেনুকা মাডডির বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন বৃহস্পতিবার অধীর চৌধুরী। তিনি সেই সময় বলেছিলেন অধীরদা যদি একটা ভোটের জন্য হেরে যায় নিজেকে ক্ষমা করতে পারবো না। ২০১৯সাল থেকে ফোঁটা নিতে আসে অধীর এবছরও তার ব্যতিক্রম হয়নি। জানা যায়, বহরমপুর শহর নিবাসী রেনুকা মার্ডি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রজত মার্ডি (২১)। মা রেনুকা মার্ডি প্রথমে ভোট দিতে যান কিন্তু লম্বা লাইন দেখে বাড়ি ফিরে যান এবং বাড়ি ফিরে দেখেন তার বড় সন্তান রজত মার্ডি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রজত মার্ডি বিএ প্রথম বর্ষের ছাত্র বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং আগেও আত্মহত্যা করার চেষ্টা করে ছিলেন। রজতের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতেই মা রেনুকা মার্ডি শ্রী গুরু পাঠশালা ভোট দিতে যান তিনি। সেখানে গিয়ে প্রিসাইডিং অফিসারকে অনুরোধ করেন তাকে যেন তাড়াতাড়ি ভোট দিতে দেওয়া হয়। দেহ ময়না তদন্তে যেতেই নিজে ভোট দিয়ে বাড়ি ফিরে শোকাহত হন মা তার সন্তান মৃত্যুতে।
advertisement
advertisement
নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে এই রকম কাণ্ড দেখে অবাক হন সবাই। তিনি জানিয়েছিলেন একটা ভোটের জন্য যদি দাদা হেরে যান তাহলে নিজেকে ক্ষমা করতে পারবেন না। ছেলে তো চলে গেছে তাকে তো আর কোনদিন ফিরে পাব না । কিন্তু দাদা হেরে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপর ভোটে জেতার পর তার বাড়িতে যান অধীর চৌধুরী এবং তাকে দিদি বলে সম্বোধন করেন তারপর থেকেই ভাইফোঁটার দিন রেনুকার বাড়িতে ফোঁটা নিয়ে যান অধীর চৌধুরী। ২০১৯ সাল থেকে টানা প্রতি বছর ভাই ফোঁটা নেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। শুধু তাই নয়, রাখী তে এসেও তিনি রাখি পড়ে যান বোনের কাছে। তবে দাদা হিসেবে অধীর চৌধুরী কে ফোঁটা দিতে পেরে খুশি বোন রেনুকা মার্ডি। ঠিক তেমনই ভাতৃত্বের বন্ধনে ফোঁটা নিতে পেরেও খুশি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরীকে গামছা উপহার দিলেন বোন রেনুকা মার্ডি।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
October 27, 2022 7:36 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News | Adhir Chowdhury: ছেলের মৃতদেহ বাড়িতে রেখে ভোট দিয়েছিলেন রেনুকা মার্ডি! সেই থেকে অধীর চৌধুরীর বোন তিনি! নিলেন ভাইফোঁটা!