Gold | Gold Price: ভারতের থেকে দুবাইয়ে সস্তা সোনা! ট্যাক্সের পরে এই সোনা কিনে কতটা লাভ হয় গ্রাহকের? জানুন

Last Updated:

Gold | Gold Price: দুবাই থেকে সোনা কিনলে সত্যিই কী কোনও লাভ হয় গ্রাহকদের? নাকি ট্যাক্সের জন্য বেশি দাম পড়ে যায়! জানুন দামের হিসেব

#নয়া দিল্লি:  আমদানি শুল্কের কারণে ভারতের তুলনায় দুবাইয়ে সোনার দাম কম। যেখানে ভারতে সোনা আমদানিতে শুল্ক দিতে হয় দুবাইয়ে সোনার আমদানিতে কোনও শুল্ক ধার্য করা হয় না। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর, দুবাইয়ে ২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ছিল ৪,২৫২ টাকা। ভারতে মুম্বই শহরে ওই একই ১ গ্রাম সোনার দাম ৪,৬৫৬ টাকা। হিসেব করলে দেখা যাবে কেউ যদি দুবাই থেকে ১০ গ্রাম সোন কেনেন, তবে তিনি ৪,০০০ টাকা সাশ্রয় করবেন।
দুবাই সোনার চাহিদায় বৃদ্ধি
দুবাইতে বসবাসকারী একজন এনআরআই বলেছেন যে দুবাইতে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষ উৎসবের সময় ভারতে যান। এই সময় তাঁরা ভারতে থাকা পরিবার এবং আত্মীয়স্বজনদের সোনা কিনে নিয়ে যান। ভারতে পাওয়া যায় এমন সমস্ত সোনার ব্র্যান্ডের দোকান রয়েছে দুবাইয়ে। দুবাইয়ের মীনা বাজার, গোল্ড সউক এবং বানিয়া স্ট্রিটে একাধিক জুয়েলারির দোকান রয়েছে। মীনা বাজারের একজন বিক্রেতা বলেন, গত ত্রৈমাসিকের তুলনায় এই ত্রৈমাসিক ভারতীয়দের কাছে সোনা বিক্রয় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
advertisement
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের চেয়ারম্যান আশিস পেথে বলেছেন, "ভারতে সোনার উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ জিএসটি ধার্য করার পরে দুবাই এবং ভারতে সোনার দামে ১৮.৪৫ শতাংশের পার্থক্য থাকে। যদিও আমরা রিসার্চ করে দেখতে পেয়েছি দুবাই থেকে সোনা কেনার পরও গ্রাহকরা খুব বেশি লাভ করে না।"
advertisement
advertisement
সোনার দামের তুলনামূলক হিসেব
ভারতে ১ গ্রাম ২ ক্যারেট সোনার দাম ৪,৬৫৬ টাকা। ১৯ সেপ্টেম্বর তারিখে দুবাইয়ে ওই সোনার দাম ছিল ৪,২৫০ টাকা। ২০ গ্রাম সোনার যে কোনও গহনার জন্য ভারতে ৯৩,১৯০ টাকা দিতে হবে এবং দুবাইয়ে ক্রয় করলে ৮৫,০৪০ টাকা প্রদান করতে হবে। ভারতে আনার সময় এই সোনার উপর ৩ শতাংশ জিএসটি প্রয়োগ করলে তার মূল্য দাঁড়াবে ৯৫,৯১৪ টাকা।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold | Gold Price: ভারতের থেকে দুবাইয়ে সস্তা সোনা! ট্যাক্সের পরে এই সোনা কিনে কতটা লাভ হয় গ্রাহকের? জানুন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement