Post Office Scheme : পোস্ট অফিসের এই স্কিমে পাওয়া যাবে এফডি-র চেয়েও বেশি সুদ, টাকা খাটালে কতটা লাভ হবে? জানুন

Last Updated:

Post Office Scheme : লগ্নিকারি দেশের যে কোনও একটি পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন।

#নয়া দিল্লি: যাঁরা নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁদের জন্য পোস্ট অফিস সেভিংস স্কিম উপযুক্ত বিকল্প হতে পারে। পোস্ট অফিস বহু বছর ধরে ভারতীয়দের জন্য বিনিয়োগের সুরক্ষিত বিকল্প প্রমাণিত হয়েছে। এটি একেবারেই ঝুঁকিহীন এবং নিশ্চিত রিটার্ন প্রদান করে।
বিনিয়োগকারীরা পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে লগ্নি করতে পারেন। এটি একটি দুর্দান্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। লগ্নিকারি দেশের যে কোনও একটি পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। এই স্কিমের মেয়াদ ৫ বছর। এই প্রতিবেদনে পোস্ট অফিসের এই বিকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
প্রকল্পের বিবরণ
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) স্কিমে বিনিয়োগ করলে লগ্নিকারি বার্ষিক ৬.৮ শতাংশ হারে সুদ পাবেন। এটি বেশিরভাগ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের চেয়ে বেশি। মাত্র ১০০০ টাকা দিয়ে এই স্কিমে বিনিয়োগ শুরু করা যেতে পারে। এছাড়াও, এনএসসি-তে সর্বাধিক বিনিয়োগের কোনও সীমা নেই। এই প্রকল্পে বিনিয়োগে ভারতীয় আয়কর আইন ৮০সি-এর অধীনে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এনএসসিতে ১০০, ৫০০, ১০০০, ৫০০০, ১০,০০০ বা বেশি টাকার সার্টিফিকেট কেনা যেতে পারেন। একজন প্রাপ্তবয়স্ক তাঁর সন্তানের জন্যও এই সার্টিফিকেট নিতে পারেন।
advertisement
advertisement
কত রিটার্ন পাওয়া যাবে?
যদি কোনও ব্যক্তি এনএসসি স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং ৫ বছরের লক-ইন পিরিয়ডে প্রতি বছর ৬.৮ শতাংশ হারে রিটার্ন পান, তাহলে চক্রবৃদ্ধি হারে হিসেব করলে দেখা যাবে ওই ব্যক্তি ৫ বছর শেষে ১৪ লক্ষ টাকা পাবেন।
advertisement
কারা বিনিয়োগ করতে পারবেন?
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করার জন্য লগ্নিকারির বয়স কমপক্ষে ১০ বছর হতে হবে। তবে এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সন্তানের অভিভাবকের কাছে থাকবে। শিশুর বয়স ১৮ হওয়ার পর সে ওই অ্যাকাউন্টের দায়িত্ব নিতে পারবেন। ১৮ বছর বা তার বেশি বয়সী যে কোনও ভারতীয় নাগরিকরা নিজেরাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাও রয়েছে। শুধুমাত্র নয়, ৩ জনের সঙ্গেও এনএসসি স্কিমে যৌথ অ্যাকাউন্ট খোলা যেতে পারে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme : পোস্ট অফিসের এই স্কিমে পাওয়া যাবে এফডি-র চেয়েও বেশি সুদ, টাকা খাটালে কতটা লাভ হবে? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement