Murshidabad: স্কুলের পোষাক ভর্তি টোটো কে আটকালো স্থানীয়রা! তদন্ত শুরু করেছে প্রশাসন
Last Updated:
স্কুল ইউনিফর্ম ভর্তি এক টোটো কে আটকালো স্থানীয়রা। শনিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad district) ডোমকল-জলঙ্গী সীমান্ত হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়।
মুর্শিদাবাদঃ স্কুল ইউনিফর্ম ভর্তি এক টোটো কে আটকালো স্থানীয়রা। শনিবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad district) ডোমকল-জলঙ্গী সীমান্ত হারুরপাড়া মাঠ সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায়, জলঙ্গীর ফরিদপুর এলাকা থেকে একটি টোটোতে স্কুল ইউনিফর্ম ভর্তি করে ডোমকলের (Domkal) দিকে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়াতেই ধাওয়া করে। ডোমকলের হারুরপাড়া মাঠ এলাকায় এসে ঐ টোটো কে আটকায় স্থানীয়রা। সাময়িক জিজ্ঞাসাবাদে জানাযায়, ফরিদপুর স্বয়ম্ভর গোষ্ঠীর (Self helf Group) সভানেত্রী পাপিয়া খাতুন এই পোষাক ডোমকলে পৌছাতে বলেন ঐ টোটো চালককে। কিন্তু এই পোষাক যাবে কোথায় তা ষ্পষ্ট নয় স্থানীয়দের মনে। ঘটনার বেগতিক বুঝে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় জলঙ্গী থানার পুলিশকে। পাশাপাশি খবর দেওয়া হয় জলঙ্গী বিডিওকে।
এলাকার বাসিন্দারা জানান, আমরা দীর্ঘদিন ধরেই দেখছি ফরিদপুর স্বয়ম্ভর গোষ্ঠীর সভানেত্রী পাপিয়া খাতুন তিনি নিজে ইচ্ছাকৃত ভাবে এই ভাবে কিছু অসাধু কাজ করে চলেছেন। শুধু তাই নয়, ছাগল বা মুরগী দেওয়া হলেও সেগুলো অসাধু উপায়ে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তারা। যদিও টোটো চালক জানান, আমি এই পোষাক নিয়ে যাচ্ছি। তবে কোথায় নিয়ে যাওয়া হবে তা স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।
advertisement
advertisement
অন্যদিকে এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জলঙ্গীর বিডিও সোভন দাস সহ জলঙ্গী থানার পুলিশ (Jalangi Police)। বাজেয়াপ্ত করা হয় ইউনিফর্মগুলি। তবে অতিরিক্ত পোষাক বানানো অন্যায় বলে বিবেচিত করেন বিডিও শোভন দাস। এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করাও হবে বলে জানান। বিডিও শোভন দাস জানান, স্কুলের শিশুদের জন্য নির্দিষ্ট করে পোষাক দেওয়া হয়।
advertisement
আরও পড়ুনঃ লালগোলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, গ্রামে গেল স্বাস্থ্য দফতরের টিম
অতিরিক্ত পোষাক কোন স্বয়ম্ভর গোষ্ঠী তৈরি করতে পারেন না। অতিরিক্ত পোষাক তৈরি করা হলেও তা ফিরিয়ে দিতে হয়। এই ঘটনা খুবই অন্যায়। আমরা সমস্ত ঘটনার খতিয়ে দেখছি। যদিও এ বিষয়ে অভিযুক্ত পাপিয়া খাতুনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও ব্লক প্রশাসন।
advertisement
KOUSHIK ADHIKARY
Location :
First Published :
June 25, 2022 8:19 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad: স্কুলের পোষাক ভর্তি টোটো কে আটকালো স্থানীয়রা! তদন্ত শুরু করেছে প্রশাসন