Murshidabad Dengue : লালগোলায় ডেঙ্গু  আক্রান্তের মৃত্যু, গ্রামে গেল স্বাস্থ্য দফতরের টিম

Last Updated:

Murshidabad Dengue : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পেয়ে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

+
Murshidabad

Murshidabad Dengue

মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলাতে ডেঙ্গুতে মৃত্যু হল লালগোলা (Lalgola) থানা এলাকার বাসিন্দা প্রদীপ দাসের । বেশ কিছু দিন ধরেই জ্বরে আক্রান্ত হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical college hospital) ভর্তি ছিলেন ওই ব্যক্তি। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয় । এর আগে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন তিনি ।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত (Dengu Death) হয়ে মৃত্যুর খবর পেয়ে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । নির্দেশ দেওয়া হয়েছে জ্বর হলেই দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে হবে । চিকিৎসকের পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার অমিয় কুমার বেরা ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে MSVP ডাঃ অমিয় কুমার বেরা জানান,  ‘‘ জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর রক্তের নমুনাতে ডেঙ্গুর জীবাণু পাওয়া গিয়েছে । কোভিডের আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় । এ বার লালগোলার এক বাসিন্দার মৃত্যু হল ডেঙ্গুর প্রকোপে । আমরা গ্রামে স্বাস্থ্য দফতরের টিম পাঠিয়েছি। পর্যালোচনা চলছে। লালগোলার বাসিন্দা ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর পর জেলা স্বাস্থ্য দফতর যথেষ্ট উদ্বিগ্ন । ইতিমধ্যেই গ্রামে পৌঁছেছে মেডিক্যাল টিম ।’’
advertisement
advertisement
আরও পড়ুন :  ঘাটালবাসীর কাছে আশার আলো, বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল ঘাটাল মাস্টারপ্ল্যান
অন্যদিকে, এখনও পুরোপুরি বিদায় নেয়নি করোনা সংক্রমণ । বর্তমানে রাজ্যে ফের বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ । বিশেষজ্ঞরা প্রতি মুহূর্তে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন । কারণ আসতে পারে করোনার চতুর্থ ঢেউ । করোনার দাপটে নাজেহাল যখন সকলে, সেই সময় আরও একটি রোগ চিন্তার ভাঁজ ফেলল চিকিৎসকদের কপালে । করোনার মাঝেই প্রকোপ বাড়ছে ডেঙ্গুর । এই রোগের লক্ষণ দেখা দিলে উপেক্ষা করবেন না। বরং, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন ।
advertisement
আরও পড়ুন :  অভাবে গয়না বন্ধক রাখেন অঙ্গনওয়াড়িকর্মী মা, আজ ছেলের সামনে কোটির বেশি বেতন
মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ঠিকানা :73, Station Rd, Raninagar, Gora Bazar,
Berhampore, West Bengal 742101
‌যোগ‌া‌যোগ:03482274095
গুগল লোকেশন: https://goo.gl/maps/3Fk1UWN9CbLzTeUS6
ডেঙ্গু রোগ প্রসঙ্গে মাথায় রাখুন এই কয়টি জিনিস । ঋতুপরিবর্তনে জ্বর হতেই পারে । কিন্তু, তাপমাত্রা যদি অধিক হয় তাহলে ডাক্তারের পরামর্শ নিন । কিংবা যদি দেখেন জ্বর বারে বারে ফিরে আসছে তাহলে ঘরোয়া চিকিৎসার ওপর ভরসা করে ফেলে রাখবেন না । এর সঙ্গে শরীরে ও মাথায় ব্যথা হলে বুঝতে হবে এটি ডেঙ্গু রোগের লক্ষণ । এই রোগ শরীরে বাসা বাঁধলে চোখের পিছনে ব্যথা হয় । সঙ্গে চামড়া লাল হয়ে যায়। ডেঙ্গু আক্রান্ত হলে ডাক্তারি পরামর্শ মেনে সবার আগে ওষুধ খান । নিজে চিকিৎসা করবেন না । অনেকেই জ্বর হলে প্যারাসিটামল খেয়ে ফেলেন । এতে সমস্যা বাড়তে থাকে । তাই সবার আগে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। মুর্শিদাবাদ জেলার স্থানীয় মহকুমা হাসপাতালে বা বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের নমুনা সংগ্রহ করা যাবে বলে জানা গিয়েছে ।
advertisement
(  কৌশিক অধিকারী )
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad Dengue : লালগোলায় ডেঙ্গু  আক্রান্তের মৃত্যু, গ্রামে গেল স্বাস্থ্য দফতরের টিম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement