Bomb Blust : আবারও রক্তাক্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
পঞ্চায়েত ভোটের আগে ফের রক্ত ঝরল মুর্শিদাবাদে। বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল আলিম শেখ নামের এক ব্যক্তির।
মুর্শিদাবাদঃ পঞ্চায়েত ভোটের আগে ফের রক্ত ঝরল মুর্শিদাবাদে। পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলিম শেখ। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ৯’টা নাগাদ বেলডাঙা থানার মধ্যমপুর নতুনপাড়া এলাকায়। সূত্রের খবর শনিবার সকালে এলাকার পাটের জমিতে বোমা বাঁধছিল আলিম শেখ সহ বেশ কয়েকজন। সেই সময় আচমকা বোমা ফেটে গেলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন।
ঘটনায় মৃত্যু হয় আলিম শেখ নামের ওই ব্যক্তির। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের লোকেরাই এই বোমা বাঁধার কাজ করছিল। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে। ঘটনার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।
advertisement
এলাকার বাসিন্দাদের অভিযোগ, সকাল নটার সময় মজ্যমপুর বাগানী পাড়া নতুনপাড়াতে বোমা ফেটে মৃত্যু হয়। বোমা বাঁধার সময়ে এই বোমা ফেটে তার মৃত্যু হয়। মৃতের নাম আলিম শেখ বাড়ি কাপাসডাঙ্গাতে। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধার কাজে আলিম শেখকে ভাড়া করে নিয়ে এসেছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এই বোমা বাঁধার কাজ করা হচ্ছিল বলে অভিযোগ।
advertisement
যদিও বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান অভিযোগ, এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। পুলিশকে বলব নিরপেক্ষ ভাবে তদন্ত করতে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করুক পুলিশ।
অন্যদিকে, এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে আসে। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 24, 2023 3:58 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Bomb Blust : আবারও রক্তাক্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির









