Murshidabad News: দিল্লিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু! দেহ নিয়ে আসতে চাঁদা তুলছেন গ্রামের বাসিন্দারা

Last Updated:

মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি কলকারখানা। নেই পর্যাপ্ত কাজ। ফলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের শ্রমিকেরা রওনা দেন ভীন রাজ্যে কাজে। এবার ভীন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের।

+
title=

#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলাতে গড়ে ওঠেনি কলকারখানা। নেই পর্যাপ্ত কাজ। ফলে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকের শ্রমিকেরা রওনা দেন ভীন রাজ্যে কাজে। এবার ভীন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকের। পরিবারের মুখে দুই মুঠো অন্ন তুলে দিতে ও মুখে হাসি ফোটাতে রওনা দিয়েছিল বাপি হালদার ।আর দিল্লিতে গাড়ি চালানোর কাজে গিয়ে মৃত্যু হল সাগরপাড়ার রমাকন্তপুর গ্রামের বাসিন্দা বাপি হালদারের । হত দরিদ্র পরিবারের পক্ষে মৃতদেহ ফেরানো কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই গ্রামবাসীরাই চাঁদা তুলে অর্থ সংগ্রহে নেমেছেন বলে জানা গিয়েছে।
পরিবার সদস্যরা জানিয়েছেন, সাগরপাড়ার রমাকন্তপুর গ্রামের বাসিন্দা বছর ৪৫ এর বাপি হালদার দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে গাড়ি চালানোর কাজ করেন। বর্তমানে তিনি দিল্লিতে গাড়ি চালানোর কাজ করছিলেন। গত দেড় মাস আগে দিল্লিতে গাড়ি চালানোর কাজে গিয়েছিলেন তিনি। সপ্তাহ তিনেক আগে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান আত্মীয়রা।
advertisement
advertisement
বৃহস্পতিবার দুপুরে সেখানেই মৃত্যু হয় বাপি হালদারের। গ্রামবাসীরা জানান, মৃতদেহ গ্রামে ফেরাতে প্রয়োজন টাকার, সেই টাকা জোগাড় করতে রাস্তায় অর্থ সংগ্রহে নেমেছেন এলাকার বাসিন্দারা। ইতি মধ্যেই গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়েছে বাপি হালদারের মৃতদেহ ফেরানোর। চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে দেহ ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করেছেন। কবে দেহ ফিরে আসবে তার দিকেই তাকিয়ে আছেন পরিবারের সদস্যরা।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: দিল্লিতে পরিযায়ী শ্রমিকের মৃত্যু! দেহ নিয়ে আসতে চাঁদা তুলছেন গ্রামের বাসিন্দারা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement