Murshidabad: পুরোনো শত্রুতার জেরে অতর্কিত হামলা, কান কাটা গেল বৃদ্ধের!
Last Updated:
বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) সালার থানার কান্দ্রা গ্রামে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে কান কাটা গেল এক প্রৌঢ়ের।
মুর্শিদাবাদঃ বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার (Murshidabad district) সালার থানার কান্দ্রা গ্রামে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে কান কাটা গেল এক প্রৌঢ়ের। গুরুতর আহত অবস্থায় ৪৫ বছর বয়সী ধোলো শেখ নামের ওই ব্যক্তিকে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য, সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে প্রথমে কান্দি মহকুমা হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ধোলো শেখের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে স্বাদ আলী মল্লিক নামের এক ব্যক্তি অতর্কিতে হামলা চালায় ধোলো শেখের ওপর।
advertisement
পুরোনো শত্রুতার জেরেই ধোলো শেখের ওপর হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যক্তির মাথায় ও কানে আঘাত লাগে। আঘাতের জেরে রাস্তার ধারে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এলাকার বাসিন্দাদের নজরে এলে পরিবার কে খবর দেওয়া হয়।
advertisement
পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে সালার (Salar) ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। কি কারণে এই হামলা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
ঘটনার জেরে সালার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার সালারে।
advertisement
KOUSHIK ADHIKARY
view commentsLocation :
First Published :
June 17, 2022 8:34 PM IST