ভিনধর্মে প্রেম করেই কি আত্মহত্যা ? যুগলের দেহ মিলল গাড়ির মধ্যে

Last Updated:

ব্যস্তসমস্ত বাণিজ্য নগরী ৷ রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি ৷ তার মধ্যে অল্পবয়সী এক যুগল ৷ কারও দেহে প্রাণ নেই ৷ সকালবেলা প্রতঃভ্রমণে বেরিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই খবর দেন থানায় ৷ এরপরেই পুলিশ এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ৷

#মুম্বই: ব্যস্তসমস্ত বাণিজ্য নগরী ৷ রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি ৷ তার মধ্যে অল্পবয়সী এক যুগল ৷ কারও দেহে প্রাণ নেই ৷ সকালবেলা প্রতঃভ্রমণে বেরিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই খবর দেন থানায় ৷ এরপরেই পুলিশ এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
বুধবার মুম্বইয়ের ঘটনা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুলন্দ এলাকায় থাকেন ২৬ বছরের সলমন আফরোজ খান, অন্যদিকে নবি মুম্বইয়ের বাসিন্দা বছর একুশের মণীষা নেগিল ৷ বিগত চার বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ তাঁরা ৷ কিন্তু দু’জনের ধর্ম ভিন্ন হওয়ার কারণে প্রায়ই পরিবারে এই নিয়ে অশান্তি লেগে থাকত ৷ সম্প্রতি বিয়ে করতে চেয়েছিলেন সলমন আর মণীষা ৷ কিন্তু রাজি ছিল না দু’জনের পরিবার ৷ পুলিশের অনুমান, সম্ভবত এই কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুগল ৷ তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে ৷
advertisement
advertisement
গতকাল সকালে মুম্বইয়ের মুলন্দ এলাকায় রাস্তার ধারে গাড়িটি দাঁড় করানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ জানা গিয়েছে, সেই সময় গাড়ির ইঞ্জিন চলছিল ৷ এমনকী ভিতরের আলোও জ্বালানো ছিল ৷ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন স্থানীয়রা ৷ পুলিশ এসে গাড়ির দরজা ভেঙে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভিনধর্মে প্রেম করেই কি আত্মহত্যা ? যুগলের দেহ মিলল গাড়ির মধ্যে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement