ভিনধর্মে প্রেম করেই কি আত্মহত্যা ? যুগলের দেহ মিলল গাড়ির মধ্যে

Last Updated:

ব্যস্তসমস্ত বাণিজ্য নগরী ৷ রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি ৷ তার মধ্যে অল্পবয়সী এক যুগল ৷ কারও দেহে প্রাণ নেই ৷ সকালবেলা প্রতঃভ্রমণে বেরিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই খবর দেন থানায় ৷ এরপরেই পুলিশ এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ৷

#মুম্বই: ব্যস্তসমস্ত বাণিজ্য নগরী ৷ রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ি ৷ তার মধ্যে অল্পবয়সী এক যুগল ৷ কারও দেহে প্রাণ নেই ৷ সকালবেলা প্রতঃভ্রমণে বেরিয়ে ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই খবর দেন থানায় ৷ এরপরেই পুলিশ এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
বুধবার মুম্বইয়ের ঘটনা ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুলন্দ এলাকায় থাকেন ২৬ বছরের সলমন আফরোজ খান, অন্যদিকে নবি মুম্বইয়ের বাসিন্দা বছর একুশের মণীষা নেগিল ৷ বিগত চার বছর ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ তাঁরা ৷ কিন্তু দু’জনের ধর্ম ভিন্ন হওয়ার কারণে প্রায়ই পরিবারে এই নিয়ে অশান্তি লেগে থাকত ৷ সম্প্রতি বিয়ে করতে চেয়েছিলেন সলমন আর মণীষা ৷ কিন্তু রাজি ছিল না দু’জনের পরিবার ৷ পুলিশের অনুমান, সম্ভবত এই কারণেই আত্মঘাতী হয়েছেন ওই যুগল ৷ তবে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে ৷
advertisement
advertisement
গতকাল সকালে মুম্বইয়ের মুলন্দ এলাকায় রাস্তার ধারে গাড়িটি দাঁড় করানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা ৷ জানা গিয়েছে, সেই সময় গাড়ির ইঞ্জিন চলছিল ৷ এমনকী ভিতরের আলোও জ্বালানো ছিল ৷ তৎক্ষণাৎ পুলিশে খবর দেন স্থানীয়রা ৷ পুলিশ এসে গাড়ির দরজা ভেঙে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷
advertisement
ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভিনধর্মে প্রেম করেই কি আত্মহত্যা ? যুগলের দেহ মিলল গাড়ির মধ্যে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement