Veterinary Hospital Situation: ওদের চিকিৎসায় কেন উদাসীনতা, পশু হাসপাতালের বেহাল দশা নিয়ে সরব চিকিৎসকরাই

Last Updated:

Veterinary Hospital Situation: রাজ্যের একাধিক পশু হাসপাতালের পরিকাঠামো বেহাল অবস্থা পড়ে রয়েছে।

+
সরব

সরব পশু চিকিৎসকরা

মালদহ: রাজ্যের একাধিক পশু হাসপাতালের পরিকাঠামো বেহাল অবস্থা পড়ে রয়েছে। বহু জেলায় পশু হাসপাতাল থাকলেও পর্যাপ্ত চিকিৎসক নেই। এছাড়াও হাসপাতাল গুলিতে পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন সমস্যার সন্মুখীন হতে হচ্ছে চিকিৎসকদের। এই সমস্ত সমস্যার কথা উঠে এল পশুচিকিৎসকদের রাজ্য স্তরের সন্মেলনে। প্রথম বার উত্তরবঙ্গের মালদহ জেলায় প্রাণী চিকিৎসকদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটি রাজ্য পশু চিকিৎসক সংগঠনের পঞ্চম রাজ্য সন্মেলন।
মালদহ কলেজ অডিটোরিয়াম সানাউল্লাহ মঞ্চে প্রগ্রেসিভ ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দু’দিন ব্যাপী চলবে এই সন্মেলন। সন্মেলনের প্রথমদিন শনিবার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।
advertisement
advertisement
আরও পড়ুন: ত্রিপুরায় 'একলা চলো' নীতি তৃণমূলের, ভোটের আগে প্রচারে মমতা-অভিষেক
এ ছাড়াও ছিলেন সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক ডক্টর চয়ন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক ডঃ প্রশান্ত ভগত-সহ সংশ্লিষ্ট সংগঠনের বিশিষ্টকর্তারা।রাজ্যের প্রায় ৪০০ পশু চিকিৎসক এই সম্মেলনে অংশগ্রহণ করেন।  সম্মেলনের মাধ্যমে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া এবং বেশ কিছু জেলায় প্রাণী হাসপাতালগুলির গড়ে তোলার বিষয়ে এদিন আলোচনা হয়। এছাড়াও পশু চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও তার বিষয়বস্তু নিয়ে বিভিন্ন আলোচনা হয়।
advertisement
সংশ্লিষ্ট সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক ডঃ চয়ন ভট্টাচার্য বলেন, অনেক জায়গায় প্রাণী চিকিৎসক নেই। কিছু কিছু জায়গায় পশু চিকিৎসা কেন্দ্রগুলির অবস্থা বেহাল হয়ে রয়েছে। সেইসব নিয়েও এদিন আলোচনা করা হয়েছে। এর বাইরেও প্রাণী চিকিৎসকদের নানান সুবিধা অসুবিধা কথাগুলিও আলোচনার মাধ্যমে মতামত বিনিময় করা হয়েছে। দুদিন ধরে এই সম্মেলন মালদহে চলবে। সন্মেলন থেকে উঠে আসা বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি আগামীতে আমরা সংশ্লিষ্ট দফতরের কাছে তুলে ধরব। সমস্যা সমাধানের জন্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানানো হবে ‌।
advertisement
হরষিত সিংহ 
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Veterinary Hospital Situation: ওদের চিকিৎসায় কেন উদাসীনতা, পশু হাসপাতালের বেহাল দশা নিয়ে সরব চিকিৎসকরাই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement