Malda News: বৃদ্ধি পাচ্ছে জলস্তর, অসংরক্ষিত এলাকা প্লাবিত, পুরসভার পক্ষ থেকে বানভাসীদের জন্য ত্রাণ শিবির

Last Updated:

মহানন্দা নদীর জলে প্লাবিত ইংরেজবাজার শহরের অসংরক্ষিত এলাকা। পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নদীর তীরবর্তী বসতি এলাকা গুলিতে জল ঢুকছে।

+
title=

মালদহ- মহানন্দা নদীর জলে প্লাবিত ইংরেজবাজার শহরের অসংরক্ষিত এলাকা। পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের নদীর তীরবর্তী বসতি এলাকাগুলিতে জল ঢুকছে। ঘর ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। পুরসভার পক্ষ থেকে বানভাসিদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই মহানন্দার বাঁধের উপর পলেথিনের ছাউনিতে আশ্রয় নিচ্ছেন। কিছু বাসিন্দা ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন। পুরসভার পক্ষ শহরের বিবেকানন্দ স্কুল সংলগ্ন মাঠে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অনেকেই আশ্রয় নিচ্ছেন। এখনও জল বাড়ছে।
নদীর ধারের অসংরক্ষিত এলাকায় আরও বেশি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। মালদহ শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে মহানন্দা নদী। প্রতিবছর বন্যার সময় মহানন্দার জলে প্লাবিত হয় ইংরেজবাজার ও পুরাতন মালদহ শহরের বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুনঃ আদিনা ফরেস্ট জুড়ে পরিযায়ী পাখির কলরব, গৌড়বঙ্গে ডে আউটের নতুন ঠিকানা এই অরণ্য
মালদায় ভারী বর্ষা শুরু হতেই মহানন্দার জলস্থার বৃদ্ধি পেতে শুরু করেছে। এতেই জলমগ্ন হয়ে পড়েছে ইংরেজবাজার পৌরসভার ৮, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের নদীর তীরবর্তী বস্তি এলাকা গুলি। কয়েকশো পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে অস্থায়ী ছাউনিতে আশ্রয় নিয়েছে। যদিও বস্তি এলাকা প্লাবিত হতেই ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
বানভাসীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। সেখানে আশ্রয় নিচ্ছেন অনেকের। এখনও মহানন্দার জলস্তর বিপদ সীমার কিছুটা নিচে রয়েছে। তার আগেই ইংরেজবাজার শহরের নদীর তীরবর্তী বস্তি এলাকায় ইতিমধ্যে প্লাবিত হয়েছে। জল স্তর বিপদ সীমা পেরালে শহরের বেশ কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রতিদিন ব্যপকহারে মহানন্দার জল বৃদ্ধি পেতে থাকায় আতঙ্কে রয়েছেন শহরের বেশ কিছু এলাকার বাসিন্দারা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নারায়ন চৌধুরী বলেন, প্রতিবছর নিচু এলাকা বন্যার জলে ডুবে যায়। এ বছরও জল ঢুকতে শুরু করেছে পুরসভার পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্গতদের ত্রিপল দেওয়া হচ্ছে।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: বৃদ্ধি পাচ্ছে জলস্তর, অসংরক্ষিত এলাকা প্লাবিত, পুরসভার পক্ষ থেকে বানভাসীদের জন্য ত্রাণ শিবির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement