‘‘সুস্থ লোকটা চা খেতে বেরিয়েছিল’’-ভিক্ষুকের মৃতদেহ ঘিরে জোর জল্পনা

Last Updated:

Malda News: পাট ক্ষেত থেকে উদ্ধার ভিক্ষুকের দেহ, রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়
মালদহ:  ভিক্ষুকের রক্তাক্ত দেহ পাট খেত থেকে উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।খুন নাকি দূর্ঘটনা তার তদন্তে নেমেছে পুলিশ।তবে পরিবারের লোকেদের দাবি কেউ বা কারা তাকে খুন করে পাটের জমির আলে ফেলে দিয়ে চলে গেছে।
সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ পঞ্চায়েতের দক্ষিণ সালদহ গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি(৫৮)।
advertisement
advertisement
বাড়ি রশিদাবাদ পঞ্চায়েতের ঘরোট গ্রামে।পরিবার সূত্রে জানা যায়,এদিন সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে নসমো আলি পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সালদহে এক চায়ের দোকানে চা পান করতে যায়। বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকেরা তাঁর খোঁজে বেড়িয়ে পড়েন।স্থানীয় এক বাসিন্দা মারফতে জানতে পারেন বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তাঁর রক্তমাখা মৃতদেহ পড়ে রয়েছে।
advertisement
পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলির ছেলে মুনাজির আলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন‌।
advertisement
জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকট অবিবাহিত ছিলেন। ভাইপো বাবুল আলি ও জাহাঙ্গির আলির কাছে থাকতেন এবংভিক্ষাবৃত্তি করতেন। মৃতের ভাইপো জাহাঙ্গির আলি বলেন, ‘‘সন্ধ্যার সময় ভাল মানুষ বাড়ি থেকে বেরিয়েছিল চা খেতে। তারপর হঠাৎ কি করে মৃত্যু হয়। আমাদের ধারণা কেউ বা কারা তাঁকে খুন করেছে। রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা দোষীদের শাস্তি চাই।’’
advertisement
Harshit Singh
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
‘‘সুস্থ লোকটা চা খেতে বেরিয়েছিল’’-ভিক্ষুকের মৃতদেহ ঘিরে জোর জল্পনা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement