Malda News: অ্যানিমিয়া মুক্ত ভারত গড়তে পদক্ষেপ কেন্দ্রের, শামিল মালদহ মেডিকেল কলেজ
- Reported by:HARASHIT SINGHA
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
অ্যানিমিয়া দূরীকরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে মালদহ মেডিকেল কলেজের চিকিৎসকদের নিয়ে আয়োজিত হল বিশেষ কর্মশালা
মালদহ: রক্তাল্পতা রোগ অ্যানিমিয়া দেশ থেকে নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। দেখা গিয়েছে রক্ত সংক্রান্ত এই অসুখে মহিলাদের আক্রান্ত হওয়ার ভাগ সবচেয়ে বেশি। গর্ভবতী মায়েরা অ্যানিমিয়ায় ভুগলে শিশুর ক্ষতি হয় অনেক সময়। জন্মের সময় ওজন কম, মানসিক বিকাশে ঘাটতি দেখা দেয়। এই অবস্থায় ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে অ্যানিমিয়া চিরতরের জন্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যানিমিয়া দূরীকরণ কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল কলেজগুলিতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকদের পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন ডাক্তারি পড়ুয়ারাও। মালদহ মেডিকেল কলেজেও এই নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে রক্তাল্পতা সহ রক্তের অন্যান্য রোগ যেমন হিমোফেলিয়া, থ্যালাসেমিয়া ইত্যাদি দূরীকরণ ও প্রতিরোধ বিষয়ে এই কর্মশালায় আলোচনা হয়।
advertisement
advertisement
বিশেষজ্ঞ চিকিৎসকেরা এই রোগগুলির চিকিৎসা পদ্ধতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মালদহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান বাপি লাল বালা বলেন, আগামীতেও আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করব। এই অনুষ্ঠানগুলো থেকে চিকিৎসকেরা অনেক কিছুই জানতে পারবেন। রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, রোগ নির্ণয় ছাড়াও বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ শিবিরের শিখে সেগুলি নিচুস্তরে সরাসরি রোগীদের উপর প্রয়োগ করতে পারেন চিকিৎসকরা।
advertisement
মালদহ মেডিকেল কলেজের এই কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরাঞ্জয় সাহা, মেডিসিন বিভাগের প্রধান বাপি লাল বালা সহ অন্যান্য বিভাগের চিকিৎসকেরা।
হরষিত সিংহ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2023 3:50 PM IST






